মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ঢাকা

কোপা থেকে খালি হাতে বিদায়ের পর সুখবর পেল ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯ জুলাই ২০২৪, ১০:০৯ পিএম

শেয়ার করুন:

কোপা থেকে খালি হাতে বিদায়ের পর সুখবর পেল ব্রাজিল

গত কয়েক বছর ধরে কঠিন সময় পার করছে ব্রাজিল। গত ২২ বছর ধরে ফিফা বিশ্বকাপ জিততে পারছে না তারা। কোপা আমেরিকার সবশেষ শিরোপাও এসেছে ২০১৯ সালে। কিন্তু ব্রাজিলের মতো দলের জন্য মহাদেশীয় এই ট্রফি কি যথেষ্ট? অবশ্যই নয়। কোপা আমেরিকার গত আসরের ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরেছে সেলেসাওরা। পতনের সেই শুরু। এবারের আসরে তো সেমিফাইনালেও উঠতে পারেনি তারা। 

উরুগুয়ের কাছে হেরে ছিটকে গেছে কোপা আমেরিকার এবারের আসর থেকে। কোপা আমেরিকা থেকে ছিটকে যাওয়ার পর থেকেই সমালোচনা হচ্ছে ব্রাজিলের ফুটবল নিয়ে। সমর্থকরাও আছেন হতাশায়। সেলেসাওদের নান্দনিক সেই ফুটবল শৈলি কোথায় হারিয়ে গেল তা নিয়ে কথা হচ্ছে অনেক। এরই মাঝে সেলেসাও শিবিরে এসেছে সুংসবাদ। ইনজুরি কাটিয়ে মাঠে ফেরার জন্য প্রস্তুতু নিচ্ছেন সাবেক এই পিএসজি তারকা। 


বিজ্ঞাপন


তবে তার ফেরা নিয়ে তাড়াহুড়ো করতে চান কোচ দরিভাল জুনিয়র। সম্প্রতি এমনটায় জানান ক্রীড়াভিত্তিক সংবাদ মাধ্যম ইএসপিএনের এক প্রতিবেদনে। তিনি বলেন, 'আমি এটা নিয়ে কোনো সময়সীমা নির্ধারণ করতে চাই না, বা এটি করার কর্তৃত্বও আমার নেই। তবে তাকে খুব ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং তার উন্নতি হচ্ছে। এটি খুবই সূক্ষ্ম একটি আঘাত, লোকেরা যেমন বলে এতো সহজ নয়।'

'তাকে যতটা সম্ভব সতর্কতা অবলম্বন করতে হবে এবং আমার মতে, প্রত্যাবর্তনের জন্য তার তাড়াহুড়ো করা ঠিক হবে না। এই পুনর্বাসন কাজের জন্য যদি তাকে আরও কিছু অপেক্ষা করতে হয়, আমিও তাই করব। এতো মাস অপেক্ষা করার পর, আমি মনে করি না আরও এক বা দুই মাস কোনও সমস্যা হবে। সতর্ক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ,' যোগ করেন এই কোচ।

সাবেক বার্সা ও পিএসজি তারকা নেইমার দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা ব্যাখা দিয়ে বলেন, 'নেইমার গড়পড়তার চেয়ে অনেক উপরের খেলোয়াড়, এটা সবাই জানে এবং সে আমার দলে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হবে এটাই স্বাভাবিক।' 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর