স্পোর্টস ডেস্ক
২৯ মে ২০২৪, ০৯:৪৪ এএম
আইসিসি টুর্নামেন্টে বাঙ্গাদেশের অভিষ্ক হয়েছিল ১৯৯৯ সালে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে। সেবারের টুর্নামেন্টে পাকিস্তানকে ৬২ রানে হারিয়ে তাক লাগিয়ে দিয়েছিল টাইগাররা। এরপর কেটে গেছে ২৫টি বহর। তবে দুই যুগেরও বেশি সময় পেরিয়ে গেলেও বাংলাদেশের ক্রিকেট সামনে এগোয়নি বলেই মন্তব্য করেছেন স্টুয়ার্ট ল।
অস্ট্রেলিয়ার সাবেক বিশ্বকাপজয়ী ক্রিকেটার ল একসময় বাংলাদেশের কোচ ছিলেন। এছাড়া বিভিন্ন সময় তিনি দায়িত্ব পালন করেছেন টাইগারদের যুব দলের হয়ে। লাল-সবুজের দলের সাবেক এই কোচ বর্তমানে দায়িত্ব পালন করছেন যুক্তরাষ্ট্র ক্রিকেটে।
ল এর অধীনেই কদিন আগে বাংলাদেশকে ২-১ ব্যবধানে সিরিজ হারিয়েছে যুক্তরাষ্ট্র। টাইগারদের সাবেক এই কোচ বিশ্বকাপের আগে আল জাজিজ্রাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘২৫ বছরেঅ বাংলাদেশ এগোয়নি। তারা যা কিছুই করছে, তা কাজে আসছে না। তাদের খুঁজে বের করতে হবে, কী করলে নিজেদের ছাপ রাখা যায়।’
ক্রিকেটের উন্নতিতে বাংলাদেশ যা করছে তাঁর কোনো কিছুই কাজে লাগছে না জানিয়ে তিনি আরও বলেন, ‘যা কিছুই তারা করছে সেটা কাজে আসছে না। তাদের বের করা উচিত কী করলে পারবে তারা। হয়তো সময় এসেছে বসে চিন্তা করার যে-এইভাবে আমরা এতদিন করে এসেছি, এটা কাজ করছে না, আমরা এগিয়ে যেতে পারিনি, হয়তো আমাদের কিছুটা ভিন্নভাবে এটা করা প্রয়োজন। বর্তমানে যারা নীতিনির্ধারক আছেন তাদের খাটো করতে বলছি না, কিন্তু তাদের খেলার সবদিক দিয়ে দেখা দরকার।’
একই সঙ্গে সামনে এগিয়ে যাওয়ার জন্য পরামর্শও দিয়েছেন তিনি। ল বলেন, ‘বাংলাদেশ যদি এই তরুণদের উন্নয়নের পর্যায়টা দারুণভাবে সম্পন্ন করতে পারে, ১২ থেকে ১৬ বছরের মধ্যে আনবে এবং তাদের ভালো ডায়েট/খাবার-দাবারের পরিকল্পনা ও ফিজিক্যাল ফিটনেসের ভালো ভিত্তি দেয়; তখন বিশ্ব ধরাছোঁয়ার বাইরের বাংলাদেশকে দেখতে পারে।’