বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষেই তিন ম্যাচের প্রস্তুতি সিরিজ খেলেছে বাংলাদেশ। টুর্নামেন্টের সহ-আয়োজক দেশটির বিপক্ষে ২-১ ব্যবধানে সেই সিরিজ হারের পর গতকাল রাতে আবারও স্বাগতিকদের বিপক্ষেই মাঠে নামার কথা ছিল টাইগারদের। তবে এবার আর দ্বিপক্ষীয় সিরিজে নয়, আইসিসি নির্ধারিত প্রস্তুতি ছিল ম্যাচ ছিল সেটি। তবে দুই দলের ম্যাচটি কাল বাতিল হয়েছে।
বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে গতকাল ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে মাঠে নামার কথা ছিল বাংলাদেশের। বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টায় মক্স্যাচটি শুরু হবার কথা থাকলেও বৈরি আবহাও্যার কারণে তা সম্ভব হয়নি। জানা গেছে, ডালাসে গতকাল ম্যাচের সময় টর্নেডো আঘাত হেনেছিল।
বিজ্ঞাপন
বিরূপ এই আবহাওয়ার কারণেই গতকাল ম্যাচটি মাঠে গড়ায়নি। বিশ্বকাপের আগে স্বাগতিকদের বিপক্ষে এই ম্যাচ দিয়েই নিজেদের বেঞ্চের শক্তি পরখ করে দেখার সুযোগ ছিল টাইগারদের সামনে। তবে তা সম্ভব হলো না।
অবশ্য বিশ্বকাপের আগে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ। আগামী ১ জুন শক্তিশালী ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামার কথা রয়েছে টাইগারদের।