স্পোর্টস ডেস্ক
২৮ মে ২০২৪, ১১:০০ এএম
শুরু হয়েছে বিশ্বকাপের ডামাডোল। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৪ মাঠে গড়াতে চলেছে চলেছে আগামী ২ জুন থেকে (বাংলাদেশ সময়)। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই সহ-আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে কানাডা। এবারের আসর শেষ হবে ২৯ জুন ফাইনালের মধ্য দিয়ে। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে আর শিরোপা নির্ধারণী ম্যাচটি হবে বার্বাডোজের ব্রিজটাউনে।
কোথায় অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপ?
বিশ্বকাপের এবারের আসরে স্বাগতিক দেশ দুইটি- যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে এ টুর্নামেন্ট আয়োজন করবে ওয়েস্ট ইন্ডিজ। এবারই প্রথম আইসিসির মেজর কোনো টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে চলেছে যুক্তরাষ্ট্রের মাটিতে। তবে এর আগে দুইবার বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে ওয়েস্ট ইন্ডিজে। ২০০৭ সালে ওয়ানডে বিশ্বকাপ এবং ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপ ছাড়াও নারীদের দুইটি টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর হয়েছে ক্যারিবীয়ান দেশটিতে।
কোন কোন ভেন্যুতে আয়োজিত হবে বিশ্বকাপের ম্যাচগুলো?
এবারের বিশ্বকাপের ম্যাচগুলো অনূষ্ঠিত হবে দুই দেশ মিলিয়ে মোট ৯টি ভেন্যুতে। যুক্তরাষ্ট্রের ৩টি এবং ওয়েস্ট ইন্ডিজের ৬টি ভেন্যুতে হবে ম্যাচগুলো। আমেরিকার ফ্লোরিডা, নিউ ইয়র্ক এবং টেক্সাস ও ওয়েস্ট ইন্ডিজের এন্টিগা, বার্বাডোজ, গায়ানা, সেইন্ট লুসিয়া, সেইন্ট ভিনসেন্ট এবং ট্রিনিদাদ এন্ড টবাগোতে হবে ম্যাচগুলো।
আরও পড়ুন- টি-টোয়েন্টি বিশ্বকাপে কঠিন গ্রুপে বাংলাদেশ, প্রতিপক্ষ যারা
কয়টি দল অংশগ্রহণ করছে এবারের আসরে?
এবারই প্রথমবারের মত বিশ্বকাপে ২০টি দল অংশগ্রহণ করতে চলেছে। দুই স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ ছাড়াও ২০২২ আসরে ৮টি সেরা দল এবার সরাসরি খেলার সুযোগ পেয়েছে। সেগুলো হল- ইংল্যান্ড, পাকিস্তান, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া এবং নেদারল্যান্ডস। এছাড়া আফগানিস্তান এবং বাংলাদেশও সরাসরি খেলবে এবারের আসরে।
আরও পড়ুন- ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ
এই ১২ দল বাদে আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড ইউরোপিয়ান কোয়ালিফায়ার খেলে টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করেছে। আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব থেকে কানাডা, এশিয়া অঞ্চল থেকে নেপাল ও ওমান এবং আফ্রিকা অঞ্চল থেকে নামিবিয়া ও উগান্ডা বাছাইপর্ব খেলে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। আসরের বাকি একটি দল পূর্ব-এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দল পাপুয়া নিউগিনি।
আরও পড়ুন- এক নজরে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের সময়সূচি
কোন ফরম্যাটে খেলা হবে এবারের বিশ্বকাপ?
এবারের আসরে ২০টি দল চার গ্রুপে ভাগ হয়ে প্রাথমিক পর্বের খেলা খেলবে। এবারের বিশ্বকাপের গ্রুপবিন্যাস দেখুন এখানে। প্রতি গ্রুপের ৫ দল একে অপরের বিপক্ষে একটি করে মোট ৪টি ম্যাচ খেলবে। এই চার গ্রুপ থেকে শীর্ষ দুইটি করে দলে ওঠবে সুপার এইটে। সুপার এইট পর্বে দলগুলো দুইটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। এই দু গ্রুপের শীর্ষ দুইটি করে দল যাবে সেমিফাইনালে।
কোনো ম্যাচ টাই হলে কি হবে?
বিশ্বকাপে কোনো ম্যাচ টাই হলে সুপার ওভারে খেলা হবে। সুপার ওভারও টাই হলে আবার সুপার অনুষ্ঠিত হবে। ম্যাচের ফল না পাওয়া পর্যন্ত সুপার ওভারে খেলা চলতে থাকবে।
এর আগে কোন দলগুলো বিশ্বকাপ জিতেছে?
এর আগে মোট ৭টি দল টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয় করেছে। সংক্ষিপ্ত ফরম্যাটের এই টুর্নামেন্টের উদ্বোধনী আসরে চ্যাম্পিয়ন হয় ভারত। এদিকে ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডই কেবল দুইবার করে এই শিরোপা জিতেছে।
চ্যাম্পিয়নদের তালিকা
২০০৭- ভারত
২০০৯- পাকিস্তান
২০১০-ইংল্যান্ড
২০১২-ওয়েস্ট ইন্ডিজ
২০১৪- শ্রীলঙ্কা
২০১৬- ওয়েস্ট ইন্ডিজ
২০২১- অস্ট্রেলিয়া
২০২২-ইংল্যান্ড