সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২৪, ০৮:৩৪ পিএম

শেয়ার করুন:

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ

ওয়ানডে বিশ্বকাপ শেষ হতেই বেজে ওঠেছে টি-টোয়েন্টি ক্রিকেটের দামামা। বিশ্বজুড়ে আয়োজিত হচ্ছে সংক্ষিপ্ত সংস্করণের বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি লিগ। কদিন পরেই আয়োজিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এরপর অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগও (আইপিএল)। তবে চলতি বছরে এ ফরম্যাটের ক্রিকেটের সবথেকে জমজমাট টুর্নামেন্ট অপেক্ষা করছে ক্রিকেটপ্রেমীদের জন্য। আসছে জুনে ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। এক বিবৃতিতে আসন্ন এই মেগা ইভেন্টের সূচি প্রকাশ করল আইসিসি।

আগমী ১ থেকে ১৮ জুন হবে গ্রুপ পর্বের ৪০টি ম্যাচ। যেখানে ২০ দলকে চারটে গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটা গ্রুপ থেকে দুটো করে দলে নিয়ে হবে সুপার এইট। ২৬ ও ২৭ জুন সেমিফাইনাল। ফাইনাল ২৯ জুন। টি-টোয়েন্টি বিশ্বকাপের মোট ৫৫টা ম্যাচ আয়োজন করবে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে। 


বিজ্ঞাপন


এক নজরে কে কোন গ্রুপে-

গ্রুপ 'এ' : ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা, যুক্তরাষ্ট্র।

গ্রুপ 'বি' : ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড, ওমান।

গ্রুপ 'সি' : নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, উগান্ডা, পাপুয়া নিউগিনি

গ্রুপ 'ডি' : দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেদারল্যান্ডস, নেপাল।

icc_t20
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি 

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে তুলনামূলক কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। ভারত, পাকিস্তান বা অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড যেখানে পাচ্ছে সহজ প্রতিপক্ষ, সেখানে টাইগারদের শেষ আটে উঠতে দিতে হবে কঠিন পরীক্ষা। গ্রুপ পর্বে বাংলাদেশ মোট চারটি ম্যাচ খেলবে।

প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিরুদ্ধে, ৭ জুন ডালাসে হবে সেই খেলা। তার দুই দিন পরে নিউইয়র্কে বাংলাদেশের লড়াই দক্ষিণ আফ্রিকার সঙ্গে। পরের দুই ম্যাচ খেলবে ১৩ ও ১৬ জুন, নেদারল্যান্ডসের পর নেপাল দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে টাইগাররা। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর