images

স্পোর্টস / ফুটবল

নেইমার, মেসি, এমবাপে- পিএসজির স্বপ্ন পূরণে ব্যর্থ সবাই

স্পোর্টস ডেস্ক

০৮ মে ২০২৪, ১০:২০ এএম

কাতার স্পোর্টস ইনভেস্টমেন্ট ২০১১ সালে পিএসজির মালিকানা কিনে নেয়ার পর ফরাসি ক্লাবটির লক্ষ্য ছিল একটাই- যেভাবেই হোক চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন ছিল ক্লাবটির। এ স্বপ্ন পূরণ করতে গিয়ে দেদারছে অর্থ খরচ করতেও পিছপা হয়নি ফরাসি জায়ান্টরা। তবে শেষ পর্যন্ত সফলতা ধরা দেয়নি তারকাখচিত পিএসজির। ধারাভিক ব্যর্থতার সবশেষ সংযোজন বুরুশিয়া ডর্টমুন্ডের কাছে ঘরের মাঠে ১-০ গোলে হেরে দুই লেগ মিলিয়ে ২-০ ব্যবধানে পিছিয়ে থেকে আরও একবার সেমিফাইনাল থেকেই বিদায়।

প্রথম লেগে বুরুশিয়ার ঘরের মাঠ সিগনাল ইদুনা পার্ক থেকে ১-০ গোলের পরাজয় নিয়েই মাঠ ছেড়েছিল পিএসজি। তবে অনেকেই ধারণা করেছিলেন কিলিয়ান এমবাপে, উসমান ডেম্বেলে, আশরাফ হাকিমিরাই শেষ পর্যন্ত ওয়েম্বলির টকিট নিশ্চিত করবে। তবে তা হয়নি। পার্ক দ্য প্রিস্নেসেও ১-০ গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয়েছে লুইস এনরিকের শিষ্যদের। ফলে আরও একবার ব্যর্থ অভিযানেই শেষ হল পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অভিযান।

অথচ এই চ্যাম্পিয়ন্স লিগ জয়ের আশাতেই তারকাখচিত স্কোয়াড সাজিয়েছিল ফরাসি ক্লাবটি। যার শুরুটা হয়েছিল ২০১৭ সালে রেকর্ড ট্রান্সফার ফি তে বার্সেলোনা থেকে নেইমার জুনিয়রকে দলে ভেড়ানোর মাধ্যমে। এরপর কিলিয়ান এমবাপেও যোগ দিলেন নেইমারের সঙ্গে। তবে এ জুট দলকে ইউরোপ শ্রেষ্ঠত্বের মুকুট এনে দিতে পারেননি।

এদিকে ২০২১ সালে ফ্রী এজেন্ট হিসেবে পিএসজিতে যোগ দেন লিওনেল মেসি। ধারণা করা হিয়েছিল এবার হয়তো স্বপ্ন পূরণ হতে চলেছে ফরাসি ক্লাবটির। মেসি-নেইমারের সঙ্গে ধ্রুপদী ছন্দের এমবাপে- ইউরোপ সেরার মুকুট জিততে এর চেয়ে শক্তিশালী আক্রমণভাগ আর কিভাবে হতে পারে?

কিন্তু তবুও অধরাই থেকে যায় চিরআকাঙ্ক্ষিত সেই শিরোপা। এদিকে ধীরে ধীরে ভেঙে পড়তে থাকে পিএসজির সাজানো বাগান। মেসি বিদায় নিলেন, ঠিকানা বদলালেন নেইমারও, তবুও আশা ছিল- হয়তো এমবাপে একাই হবেন শিরোপা জয়ের সেই নায়ক। কিন্তু ফ্রান্সকে ২০১৯ সালে বিশ্বকাপ জেতানো এই তরুণ তারকা পারলেন না নিজের ক্লাবকে ইউরোপ সেরা করতে।

এদিকে মেসি-নেইমারের পর এবার ক্লাব ছাড়ার একেবারে দ্বারপ্রান্তে এমবাপেও। ইউরোপিয়ান গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ম্যাচট খেলে ফেলেছেন ফরাসি এই তারকা। আগামী মৌসুম থেকে তিনি মাঠে নামবেন রিয়াল মাদ্রিদের জার্সিতে। তাই যদি হয় তাহলে বলতেই হয়, এখানেই শেষ হলো পিএসজির তারকাখচিত স্কোয়াডের চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সেই অভিযানের?