স্পোর্টস ডেস্ক
০২ মার্চ ২০২৪, ১২:৪২ পিএম
বিপিএলের ফাইনালে গতকাল কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে শিরোপা জয় করেছে ফরচুন বরিশাল। বরিশালকে প্রথম শিরোপার স্বাদ দিয়ে দলের হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন অধিনায়ক তামিম ইকবাল যেখানে তিনি কথা বলেছেন বিভিন্ন বিষয় নিয়ে। সেখানেই তামিম বলেন, টেস্ট বোলার হিসেবে তকমা পাওয়া তাইজুল ইসলামকে দলে নেয়ায় টুর্নামেন্টের অন্য একটি ফ্র্যাঞ্চাইজি এটি নিয়ে হাসাহাসি করেছিল।
এবারের আসরে বল হাতে বরিশালের হয়ে দারুণ বোলিং করেছেন তাইজুল। ৮ ম্যাচে মাঠে নেমে ৯ উইকেট শিকার করেছেন তিনি। তবে টাইগার এই স্পিনার আসল কাজটুকু করেছেন বল হাতে কিপটে থেকে। আঁটসাঁট বোলিংয়ে প্রতিপক্ষের রানের চাকা ঘুরতে দেননি তিনি।
আরও পড়ুন- বিপিএল চ্যাম্পিয়ন হয়ে সাকিবকে প্রশংসায় ভাসালেন তামিম
আরও পড়ুন- বিপিএলে কে কোন পুরস্কার পেলেন?
তাইজুলের এমন পারফর্ম্যান্সের কথা গতকাল সংবাদ সম্মেলনেও বলেছেন তামিম। টাইগার এই স্পিনারের প্রশংসা করে একটি চাঞ্চল্যকর তথ্যও দিয়েছেন তিনি। তামিম বলেন, ‘বলাটা হয়তো উচিত হবে না, তবে এটাই সঠিক সময় বলার। তাইজুলকে যখন ড্রাফট থেকে বাছাই করেছিলাম, তখন একটি দল হাসাহাসি করেছিল। তাতে আমার অনেক খারাপ লেগেছিল।’
একজন আন্তর্জাতিক ক্রিকেটারকে দলে নেয়ার পর তাকে তাচ্ছিল্য করার ব্যাপারটি পছন্দ হয়নি তামিমেরও। তামি বলেন, ‘একটি আন্তর্জাতিক ক্রিকেটারকে আমি দলে নেওয়ায়, আরেক পাশে একটি দল হাসাহাসি করছে। সে যেভাবে অবদান রেখেছে, তাতে আমি খুবই খুশি। এই পারফরম্যান্সের কারণে বিসিবিও তাকে পুরস্কৃত করেছে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ডেকে।’
এদিকে গতকাল সংবাদ সম্মেলনে নিজে আর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন কি না তা নিয়েও কথা বলেছেন তামিম। দেশসেরা এই ওপেনার বলেন, ‘একটা জিনিস পরিষ্কারভাবেই আপনাদের বলতে চাই, আমার জন্য ফিরে আসতে অনেক কিছু ঠিক হতে হবে। নয়তো শুধু এসে খেলার কোনো পয়েন্ট নেই। কারণ, আমি ক্যারিয়ারের এমন স্টেজে আছি, হয়তো দুই বছর খেলব। ওই কথাগুলো ওনাদের সঙ্গে বলতে হবে।’