কুমিল্লা ভিক্টরিয়ান্স এবং ফরচুন বরিশালের মধ্যকার ম্যাচ দিয়ে গতকাল পর্দা নেমেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। দুই দলের শিরোপা নির্ধারনী এই ম্যাচে জয় লাভ করেছে বরিশাল। ৬ বল হাতে রেখে ৬ উইকেটের এই জয়ে প্রথমবারের মত শিরোপার স্বাদ পেয়েছে বরিশাল।
এদিকে বরিশালকে প্রথম শিরোপা এনে দেয়া অধিনায়ক তামিম ইকবাল এবারের আসরে জিতেছেন সর্বোচ্চ রান সংগ্রাহকের পুরস্কার। টুর্নামেন্টে ১৫ ম্যাচ খেলে ৪৯২ রান সংগ্রহ করেছেন তিনি। এদিকে সবথেকে বেশি রানের মালিক দেশসেরা এই ওপেনার জিতেছেন আরও একটি পুরস্কার।
বিজ্ঞাপন
আসরজুড়েই ব্যাট হাতে উজ্জ্বল থাকা তামিম বরিশালকে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন। দুর্দান্ত অধিনায়কত্বে দলকে শিরোপা এনে দিয়ে টুর্নামে্ন্ট সেরার পুরস্কারও জিতে নিয়েছেন তিনি। এদিকে এবারের আসরে সর্বোচ্চ উইকেট শিকারির পুরস্কার জিতেছেন দুর্দান্ত ঢাকার শরিফুল ইসলাম। টাইগার এই বোলার আসরে ১২ ম্যাচ খেলেই নিয়েছেন ২২ উইকেট।
এদিকে এবারের আসরে সেরা ফিল্ডারের পুরস্কার জিতেছেন নাঈম শেখ। ৮টি ক্যাচ নিয়েছেন তিনি। এদিকে গতকাল ফাইনালে বরিশালের জয়ের পথে দারুণ অবদান রেখেছে কাইল মায়ার্স। ব্যাটে-বলে পাফর্ম্যান্সের কারণে ম্যান অব দ্যা ফাইনালের পুরস্কার জিতে নিয়েছেন তিনি।
এক নজরে পুরস্কার পেয়েছেন যারা:
প্লেয়ার অব দ্য ফাইনাল: কাইল মায়ার্স – ১ উইকেট ও ৪৬ রান (৫ লাখ টাকা),
বেস্ট ফিল্ডার অব দ্য টুর্নামেন্ট: নাঈম শেখ – ৮ ক্যাচ (৩ লাখ টাকা),
সর্বোচ্চ উইকেট শিকারি: শরিফুল ইসলাম – ২২ উইকেট (৫ লাখ টাকা),
সর্বোচ্চ রান সংগ্রাহক: তামিম ইকবাল - ৪৯২ রান (৫ লাখ টাকা),
প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট: তামিম ইকবাল - ৪৯২ রান (১০ লাখ টাকা),
রানার্স-আপ টিম: কুমিল্লা ভিক্টোরিয়ান্স (১ কোটি টাকা),
চ্যাম্পিয়ন টিম: ফরচুন বরিশাল (২ কোটি টাকা)।

