স্পোর্টস ডেস্ক
০২ মার্চ ২০২৪, ০৮:০৪ এএম
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপা নির্ধারণী ম্যাচে গতকাল ইতিহাস গড়েছে ফরচুন বরিশাল। টুর্নামেন্টের ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নেমেছিল দলটি। এই ম্যাচে কুমিল্লাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তামিম ইকবালের দল।
বিপিএলে এটিই বরিশালের প্রথম শিরোপা। এদিকে দলকে প্রথম শিরোপার স্বাদ দিয়ে দারুণ সুখবর পেয়েছেন তামিম। দেশসেরা এই ওপেনারই এবারের আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকের পুরস্কার জিতেছেন। একই সঙ্গে তামিমই নির্বাচিত হয়েছেন আসরের টুর্নামেন্ট সেরা ক্রিকেটার।
এদিকে বরিশালকে প্রথম চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ দিয়ে কাল এই শিরোপা মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদকে উতসর্গ করেছেন তামিম। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, ‘এটাকে আসলে মুশির ট্রফিই বলা যায়!’
আরও পড়ুন- বিপিএলে কে কোন পুরস্কার পেলেন?
আরও পড়ুন- তাইজুলকে দলে নেয়ায় একটি ফ্র্যাঞ্চাইজি হেসেছিল: তামিম
টুর্নামেন্ট জুড়েই মুশফিক তাকে সাহায্য করেছে জানিয়ে তামিম বলেন, ‘মুশি মাঠে অসাধারণ সবকিছু করেছে। সে ফিল্ডিং পরিবর্তন করেছে, আরও অনেকভাবে সাহায্য করেছে এবং এটাকে আমি মুশির ট্রফি বলব।’
তামিম বলেন, ‘আমি অধিনায়ক ছিলাম বলে মানুষ আমাকেই কৃতিত্ব দেবে। কিন্তু এই ধরনের একটি টুর্নামেন্টে অনেক চাপ থাকে। মুশি আমার চাপ অনেকটাই কমিয়ে দিয়েছে। আমি তাই নিজের ব্যাটিংয়ে মনোযোগ দিতে পেরেছি। মুশি, মাহমদুউল্লাহ এবং অন্যদের সমর্থন ছাড়া এটা সম্ভব হতো না।’
এদিকে শিরোপা জয়ের পর সংবাদসম্মেলনে এসে কাল সাকিব আল হাসানকেও প্রশংসায় ভাসিয়েছেন তামিম। টুর্নামেন্টজুড়ে ব্যক্তিগত পার্ফরম্যান্সে কারা এগিয়ে ছিলেন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘শরীফুল খুবই ভালো বোলিং করেছে। হৃদয় তো দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন। সে যখন রান করেছে, তখন দারুণ প্রভাববিস্তারী ছিল। সাকিব ভালো করেছে। ভালো শুরু হয়নি। তবে শেষের দিকে ভালো করেছে। তবে দুজনের নাম বললে হৃদয় আর শরীফুল।’