images

স্পোর্টস / ফুটবল

যে পরিকল্পনায় সফল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

০৪ ডিসেম্বর ২০২৩, ০৬:৩০ পিএম

দক্ষিণ আফ্রিকা সফরের তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে গতকাল মাঠে নেমেছিল বাংলাদেশ। বেনোনির উইলোমুর পার্ক স্টেডিয়ামে প্রোটিয়াদের বিপক্ষে ইতিহাস গড়েছে লাল-সবুজের দল। স্বাগতিকদের ১৩ রানে হারিয়ে প্রথমবারের মত তাদেরই মাটিতে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।

আগে ব্যাট করতে নেমে মুর্শিদা খাতুনের অর্ধশতক ও জ্যোতির ঝড়ো ক্যামিও ইনিংসে বড় পুঁজি পেয়েছে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে টাইগ্রেসদের সংগ্রহ ১৪৯ রান। লক্ষ্য তাড়া করতে নেমে বাংলার মেয়েদের স্পিন ঘূর্ণিতে ১৩৬ রানে থামে স্বাগতিকরা।

 

 গতকাল প্রোটিয়ায়দের বিপক্ষে ৫ উইকেট পেয়েছেন লেগ স্পিনার স্বর্ণা আক্তার। তার স্পিন ঘূর্ণিতেই কাল সফরকারীদের কুপোকাত করেছে বাংলাদেশের নারীরা। এ ম্যাচ শেষে অধিনায়ক জ্যোতি জানিয়েছেন যে পরিকল্পনায় প্রোটিয়াদের হারিয়েছে লাল-সবুজের দল।

জ্যোতি বলেন, ‘স্বর্ণা আমার অপশন হিসেবে থাকে, কিন্তু মূল বোলার না। (গতকাল) সে অসাধারণ বোলিং করেছে। আমার কিন্তু রাবেয়ার (খান) একটা ওভার ছিল। ফাহিমা (খাতুন) আপু, নাহিদা (সুলতানা) শেষ ওভার একটু বাজে করে গেছে। কিন্তু এরপরও আমি স্বর্ণাকে নিয়ে এসেছি। কারণ সে একটু জোরের ওপর বল করে, একটা জায়গায় করে যাওয়ার সামর্থ্য ওর আছে। দক্ষিণ আফ্রিকান ব্যাটারদের সেখানে ফাঁদে ফেলার চেষ্টা করেছি আমরা। আমি যে জুয়া খেলেছিলাম, সেটা কাজে লেগে গেছে।’

তিনি আরও বলেন, ‘অতীতে কিছু সময় ভালো কেটেছে। তবে এখানে নতুন কন্ডিশন। পরের ম্যাচে যাতে আরও ভালো খেলতে পারি। এ ম্যাচে যে অনেক ভালো খেলে ফেলেছি, তা কিন্তু নয়। অনেকগুলো ভুল ছিল। সেগুলো শোধরাতে হবে। তাহলে আরও ভালো খেলতে পারব।’

এদিকে এক ম্যাচ জিতলেও সিরিজ নিয়ে খুব বেশি দূর ভাবতে চান না বলেও জানিয়েছেন জ্যোতি। তিনি বলেন,  ‘সিরিজ নিয়ে অনেক দূরে চিন্তা করতে চাই না। পরের নির্দিষ্ট দিনে ভালো করাটাই গুরুত্বপূর্ণ। আমাদের যে ঘাটতিগুলো ছিল—ব্যাটিংয়ে ৪০টির মতো ডট খেলেছি। সেটি আরেকটু কমিয়ে এনে, বোলাররা আরেকটু কম ভুল করে নিজেদের আরেকটু ভালোভাবে মেলে ধরা।’