দুইটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ সিরিজের প্রথমটিতে র্যাঙ্কিংয়ে ১২ ধাপ এগিয়ে থাকা সিঙ্গাপুরকে পাত্তাই দেয়নি বাংলাদেশ। বড় জয়ে স্রেফ উড়িয়ে দিয়েছে প্রতিপক্ষকে। এবার দ্বিতীয় ম্যাচেও দুর্দান্ত বাংলাদেশ নারী ফুটবল দল। তহুরা খাতুন ও ঋতূপর্ণা চাকমার জোড়া গোলে স্বাগতিকদের ৮-০ গোলে উড়িয়ে সিরিজ নিজেদের করে নেয় সাইফুল বারী টিটুর শিষ্যরা।
ঘরের মাঠে বাংলাদেশে মেয়েরা প্রথম থেকেই আক্রমণাত্মক খেলে স্বাগতিকদের বিপক্ষে। যার সুবাদে ম্যাচের ১৬ মিনিটে বাংলাদেশকে এগিয়ে নেয় প্রথম ম্যাচে জোড়া গোল করা তহুরা। সাবিনা খাতুনের নেওয়া ফ্রি-কিক থেকে বল পান আরিফা। তার কাছ থেকে মাসুরা বল পেয়ে বল বাড়ান ফাঁকায় দাঁড়ানো তহুরার কাছে। হেডে সিঙ্গাপুরের গোলরক্ষককে পরাস্ত করতে খুব একটা বেগ পেতে হয়নি তহুরাকে।
বিজ্ঞাপন

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বাংলাদেশের ইতিহাস
আরও পড়ুন: সাকিবের ঋণ ৩১ কোটি ৯৮ লাখ, সোনা ২৫ ভরি
লিড নিয়ে সিঙ্গাপুরের বিপক্ষে আরো চড়া হন বাংলাদেশের মেয়েরা। ফলে প্রথম গোলের পর দ্বিতীয় গোল পেতেও বেশি অপেক্ষা করতে হয়নি। এবার সাবিনা খাতুনের নেওয়া কর্নার থেকে জটলায় বল পায় বাংলাদেশ। বল পেয়ে গোল করেন ঋতূপর্ণা চাকমা।
এদিকে গোলের সামনে ক্ষুরধার তহুরা এক গোলেই খুশি থাকেননি। ২৪ মিনিটে আরও একবার সিঙ্গাপুরের জালে বল জড়ান তহুরা। এবার সতীর্থের বাড়ানো বলে সিঙ্গাপুরের এক ফুটবলার ও গোলরক্ষকের বাধা এগিয়ে গোল করেন তিনি। প্রথমার্ধের বাকি সময় আরো কিছু আক্রমণ করে বাংলাদেশের মেয়েরা, তবে গোলের দেখা পাইনি সাবিনা-তাহুরারা। শেষ পর্যন্ত প্রথমার্ধের বাকি সময় দুই দলের কেউ আর গোলের দেখা না পেলে ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশের মেয়েরা।
বিজ্ঞাপন

বিরতি থেকে ফিরে বাংলাদেশ দলের খেলায় তেজ যেন আরও বাড়ে। আক্রমণ অব্যাহত রেখে একের পর এক গোলে জাল কাঁপিয়েছে স্বাগতিকদের। ৫৭ মিনিটে ঋতুপর্ণার বাঁ প্রান্ত থেকে ছোট ক্রসে তহুরার প্লেসিং গোলকিপারের শরীরে লেগে প্রতিহত হয়। ফিরতি বলে অন্য প্রান্তে থাকা সানজিদা দৌড়ে এসে নিচু জোরালো শটে জাল কাঁপিয়েছেন।
আরও পড়ুন:রেকর্ড শতকের পেছনের রহস্য জানালেন হোপ
আরও পড়ুন:ভারত সিরিজে দল থেকে বাদ পড়লেন বাভুমা
এরপর ৬১ মিনিটে এক ডিফেন্ডারকে এড়িয়ে বক্সে ঢুকে ঋতুপর্ণা বাঁ পায়ে জোরালো শটে দলকে পঞ্চম গোল এনে দেন। ৭৫ মিনিটে শামসুন্নাহার জুনিয়রের পাসে সাবিনা দারুণ প্লেসিং করে ষষ্ঠ গোল পাইয়ে দেন। শেষ দুটি গোল এসেছে দুই বদলি খেলোয়াড়ের কাছ থেকে। ৮৭ মিনিটে বদলি সুমাইয়া মাৎসুশিমা দারুণ এক সাইড ভলিতে গোল করে দর্শকদের আনন্দ আরও বাড়িয়ে দেন।
যোগ করা সময়ে শামসুন্নাহার জুনিয়র প্লেসিং করে দলকে অষ্টম গোল পাইয়ে সিঙ্গাপুরের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন। এতে ঘরের মাঠে সিঙ্গাপুরকে দ্বিতীয় ম্যাচে ৮-০ গোলে উড়িয়ে সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশের মেয়েরা।

