images

স্পোর্টস / ক্রিকেট

কোহলি সাদা বলের ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন কেন?

স্পোর্টস ডেস্ক

৩০ নভেম্বর ২০২৩, ১০:১২ এএম

ঘরের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে শিরোপা জয় করতে পারেনি ভারত। ফাইনালে পরাজিত হতে হয়েছে অস্ট্রেলিয়ার কাছে। তবে চ্যাম্পিয়ন হতে না পারলেও ব্যক্তিগত অর্জনে বেশ উজ্জ্বল ছিলেন বিরাট কোহলি। আসরজুড়েই রানের ফুয়ারা ছুটিয়েছে তার ব্যাট। এদিকে আসছে ডিসেম্বরেই দক্ষিণ আফ্রিকা সফরে যাবে ভারত। সেখানে প্রোটিয়াদের বিপক্ষে খেলবে পূর্ণাঙ্গ সিরিজ। কিন্তু আসন্ন এই সিরিজের ওয়ানডে এবং টি-টোয়েন্টি অর্থাৎ সাদা বলের ক্রিকেট থেকে বিরতি চেয়েছেন কোহলি।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুসারে, প্রোটিয়াদের বিপক্ষে টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজে খেলবেন না কোহলি। তিনি একেবারে টেস্ট সিরিজের আগে দলের সঙ্গে যোগ দেবেন। তবে কি বিশ্বকাপে হারের পর সীমিত ওভারের ক্রিকেট থেকে নিজেকে ধীরে ধীরে গুটিয়ে নিতে চাইছেন কিং কোহলি!

 

সাদা বলের ক্রিকেট থেকে কোহলির এমন বিরতি চাওয়ার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ভক্তদের মনে ছড়িয়ে পড়েছে একটিই প্রশ্ন। তবে কি আগামী বছর কি তাহলে টি-টোয়েন্টি বিশ্বকাপে তার খেলার সম্ভাবনা নেই? 

টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে আগামী বছরের জুন-জুলাইয়ে। প্রোটিয়াদের বিপক্ষে আসন্ন সিরিজে সাদা বলে কোহলি যদি না খেলেন তবে বিশ্বকাপের আগে কেবল একটি সিরিজ খেলার সুযোগ পাবেন কোহলি। আগামী বছরের জানুয়ারিতে হতে যাওয়া আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও যদি তিনি না খেলেন তবে বিশ্বকাপের আগে আর আন্তররাজতিক টি-টোয়েন্টি খেলার সুযোগ পাবেন না তিনি।

এদিকে ওয়ানডে বিশ্বকাপে ব্যাট হাতে সবথেকে বেশি রান করেছেন এবার কোহলি। সেই সাথে টুর্নামেন্ট সেরা ক্রিকেটার তিনিও। শতক হাঁকিয়ে ভেঙেছেন শচীন টেন্ডুলকারের ৪৯ শতকের রেকর্ডও। এমন দুর্দান্ত পারফর্ম্যান্সের পরও তাই একদিনের ক্রিকেট থেকেও তার বিরতি ভাবাচ্ছে সমর্থকদের।

 

 এদিকে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে গুঞ্জন আছে, কোহলির স্ত্রী বলিউড অভিনেত্রী আনুষ্কা শর্মা নাকি আন্তঃসত্ত্বা। এ কারণেই দ্বিতীয় সন্তান আগমনের আগে এই সময়টা নিজের স্ত্রীর পাশেই থাকতে চান তিনি। তাই সাদা বলের ক্রিকেট থেকে বিরতি নিচ্ছেন তিনি।

এদিকে জানা গেছে, প্রোটিয়াদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হয়তো থাকছেন না রোহিত শর্মাও। চোটের কারণে থাকবেন না হার্দিক পান্ডিয়াও। তার অনুপস্থিতিতে ফের কে টি-টোয়েন্টির অধিনায়কের দায়িত্ব পান, সেদিকেও থাকবে সবার নজর।  আগামী ডিসেম্বরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে প্রোটিয়াদের বিপক্ষে তিন ফরম্যাটের সিরিজ খেলা শুরু করবে ভারত। ১০ ডিসেম্বর শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও সর্বশেষ ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত।