মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ব্যাটে ফিলিস্তিনি পতাকা, জরিমানা মওকুফ পাকিস্তানি ক্রিকেটারের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৩, ০১:৪৫ পিএম

শেয়ার করুন:

ব্যাটে ফিলিস্তিনি পতাকা, জরিমানা মওকুফ পাকিস্তানি ক্রিকেটারের

ক্রীড়াঙ্গনে অনেক দিন ধরে আলোচনায় ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ। ফুটবল থেকে ক্রিকেট সব জায়গাতেই প্রতিবাদ দেখা যায়। ওয়ানডে বিশ্বকাপের ফাইনালেও এক সমর্থক ফিলিস্তিনে যুদ্ধ বন্ধের প্রতিবাদে মাঠে ঢুকে পড়েন। বিশ্বকাপ শেষে আবারও ক্রিকেট মাঠে ওঠে আসে ফিলিস্তিন ইস্যু। যা দেখা গিয়েছে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে।

পাকিস্তানের জাতীয় টি-২০ টুর্নামেন্টে চলছে। সেই আসরে ম্যাচ চলাকালীন ব্যাট করতে নেমে আলোচনার জন্ম দিয়েছিলেন পাকিস্তানের তারকা ব্যাটার আজম খান। গত রোববার ন্যাশনাল স্টেডিয়ামে লাহোর ব্লুজের বিপক্ষে করাচি হোয়াইটসের জার্সিতে খেলছিলেন এই উইকেটকিপার ব্যাটার। পাকিস্তানের জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, আজমের ব্যাটে ছিল ফিলিস্তিনের পতাকা। ম্যাচ অফিসিয়ালদের তিনি জানান, তার সব ব্যাটে একই স্টিকার লাগানো। 


বিজ্ঞাপন


 

 সেদিন তার ব্যাটে ফিলিস্তিনের পতাকার স্টিকার দেখে তাকে তলব করেন ম্যাচ রেফারি মোহাম্মদ জাভেদ। পোশাক এবং সরঞ্জাম বিধি লঙ্ঘন করার জন্য আজম খানকে 'ম্যাচ ফি'র ৫০ শতাংশ জরিমানা করা হয়।

এদিকে ফিলিস্তিনের পতাকা লাগিয়ে মাঠে নামায় আজম খানের ৫০ শতাংশ ম্যাচ ফি জরিমানা করার পর থেকেই ঝড় ওঠে সামাজিক মাধ্যমে। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) সমালোচনা করেন বিশ্বের নানা প্রান্তের ক্রিকেট সমর্থকরা। পরে সমালোচনার মুখে এমন অবস্থান থেকে সরে এসেছে পিসিবি। 


বিজ্ঞাপন


পিসিবির এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আজম খানের ওপর ম্যাচ অফিশিয়ালদের দেওয়া ৫০ শতাংশ জরিমানা পুনর্মূল্যায়ন করা হয়েছে এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড তা (জরিমানা) প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।’ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর