স্পোর্টস ডেস্ক
২৯ নভেম্বর ২০২৩, ০২:১৪ পিএম
বিশ্বকাপ ফাইনালে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হওয়ার পর থেকেই গুঞ্জন ওঠেছিল, ভারতীয় জাতীয় ক্রিকেট দলের দায়িত্ব ছাড়তে চলেছেন রাহুল দ্রাবিড়। জাতীয় দল ছেড়ে আইপিএলে লক্ষ্ণৌ জায়ান্টসের পরামর্শক হিসেবে দায়িত্ব নিবেন এমন খবরও হয়েছিল। তবে সব গুঞ্জণ ছাপিয়ে, দ্রাবিড় সহ সব কোচিং স্টাফের সঙ্গে চুক্তি নবায়নের ঘোষণা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
২০২১ সালে প্রধান কোচের পদ থেকে রবি শাস্ত্রী সরে দাঁড়ানোর পরই কোহলিদের দায়িত্ব নেন দ্রাবিড়। বিসিসিআই এর সঙ্গে তার চুক্তির মেয়াদ ছিল ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। এ সময়ে তার অধীনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, এশিয়া কাপ এবং ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে খেলেছে ভারত। তবে শিরোপা জিতেছে শুধুমাত্র এশিয়া কাপেই। দ্রাবিড়ের কোচিংয়েই তিন ফরম্যাটের ক্রিকেটে র্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠেছে ভারত।
দ্রাবিড় সহ সব কোচিং স্টাফের সাথেই চুক্তি নবায়ন করা হয়েছে। আজ একটি বিবৃতি দিয়ে এ বিষয়ে জানিয়েছে বিসিসিআই। বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রধান কোচ রাহুল দ্রাবিড় এবং টিম ইন্ডিয়ার সাপোর্ট স্টাফদের (সিনিয়র পুরুষদের) সাথে চুক্তির মেয়াদ বাড়ানোর ঘোষণা করছে বিসিসিআই। সদ্য সমাপ্ত ক্রিকেট বিশ্বকাপ শেষে তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরে বিসিসিআই রাহুল দ্রাবিড়ের সাথে ফলপ্রসূ আলোচনায় নিযুক্ত হয়েছিল এবং সর্বসম্মতভাবে মেয়াদকে আরও এগিয়ে নিতে সম্মত হয়েছে।’
এদিকে চুক্তি নবায়নের পর দ্রাবিড় বলেছেন, ‘আমার উপর আস্থা রাখার জন্য, আমার দৃষ্টিভঙ্গিকে সমর্থন করার জন্য এবং এই সময়ে সমর্থন দেওয়ার জন্য আমি বিসিসিআই এবং এর কর্তাদের ধন্যবাদ জানাই। প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করার জন্য অনেক সময়ই বাড়ির বাইরে পরিবার ছেড়ে থাকতে হয়, তাই আমি আমার পরিবারের ত্যাগ ও সমর্থন গভীরভাবে প্রশংসা করি। পর্দার আড়ালে থেকেও তাদের ভূমিকা অমূল্য। যদিও আমরা বিশ্বকাপের পরে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি, তবুও আমরা শ্রেষ্ঠত্ব অর্অজনের দিকেই প্রতিশ্রুতিবদ্ধ থাকবো।’
এদিকে চুক্তি নবায়নের কথা জানালেও এর মেয়াদ কতদিন হবে তা এখনো জানায়নি বিসিসিআই। তবে ধারণা করা হচ্ছে কমপক্ষে ২০২৪ সালের জুনে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পালন করবেন দ্রাবিড়।