স্পোর্টস ডেস্ক
২২ নভেম্বর ২০২৩, ১০:৩১ এএম
লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আজ মাঠে নেমেছিল ব্রাজিল-আর্জেন্টিনা। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই মাঠের ভেতরে-বাইরে উত্তাপ ছড়িয়েছে বেশ। খেলা শুরু আগেই গ্যালারিতে দুই দলের সমর্থকদের মধ্যে দাঙ্গা ছড়ায়। পরে পুলিশের লাঠিচার্জের স্বীকার হয় আলবিসেলেস্তে সমর্থকরা। ম্যাচ শেষে এসব নিয়ে ক্ষোভ জানিয়েছেন লিওনেল মেসি। এদিকে মেসিদের বিশ্বকাপ জেতানো কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, জাতীয় দলের দায়িত্ব ছাড়তে পারেন তিনি।
মারাকানায় আজ ঘরের মাঠে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামে ব্রাজিল। সবশেষ দুই ম্যাচে হারা সেলেসাওদের জন্য আজ জয়ই ছিল একমাত্র কাম্য। তবে শেষ পর্যন্ত আরও এক পরাজয় নিয়েই মাঠ ছেড়েছে নেইমার জুনিয়র-ভিনিসিয়ুস জুনিয়র বিহীন ব্রাজিল। ৬৩ মিনিটে নিকোলাস ওতামেন্দীর দেয়া একমাত্র গোলেই স্বাগতিকদের হারিয়েছে আলবিসেলেস্তেরা।
আরও পড়ুন: উত্তাপের ম্যাচে ব্রাজিলকে উড়িয়ে আর্জেন্টিনার জয়
আরও পড়ুন: মারাকানায় আর্জেন্টিনা সমর্থকদের ওপর ব্রাজিল পুলিশের লাঠিচার্জ
আরও পড়ুন:পুলিশের লাঠিচার্জ থেকে ভক্তদের বাঁচাতে ঝাপিয়ে পড়লেন মার্টিনেজ (ভিডিও)
খেলা শুরুর আগেই উত্তাপ ছড়িয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর আজকের লড়াইয়ে। জাতীয় সংগীত গাওয়ার সময় আর্জেন্টাইন সমর্থকদের উপর চেয়ার ছুঁড়ে মারেন ব্রাজিলিয়ান সমর্থকরা। এক পর্যায়ে তা দাঙ্গায় রূপ নেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্রাজিলিয়ান পুলিশ আলবিসেলেস্তে ভক্তদের উপর লাঠিচার্জ শুরু করে। এ সময় নিজ দেশের সমর্থকদের বাঁচাতে ঝাপিয়ে পড়েন মেসি, এমিলিয়ানো মার্টিনেজরা। এক পর্যায়ে মাঠ ছেড়ে সতীর্থদের নিয়ে সাজঘরে ফিরে যান আলবিসেলেস্তে অধিনায়ক।
ম্যাচ শেষে এসব নিয়ে মেসি বলেন, ‘আমরা দেখেছি পুলিশ কীভাবে সমর্থকদের উপর চড়াও হয়েছিল। সেখানে আমাদের পরিবারের সদস্যরাও ছিল। কোপা লিবার্তাদোরেসের সময়ও একই কান্ড ঘটিয়েছিল তারা। ‘খেলার চেয়ে মাঠের বাইরে সংঘাতের দিকেই ওদের মনোযোগ বেশি।’
আরও পড়ুন: খেলার চেয়ে মাঠের বাইরে সংঘাতেই ব্রাজিলের মনোযোগ বেশি: মেসি
এদিকে ৬৯ বছর পর আজ মারাকানায় প্রথম দল হিসেবে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ব্রাজিলকে হারিয়েছে স্কালোনির আর্জেন্টিনা। তবে মেসিদের বিশ্বকাপ জেতানো কোচ গণমাধ্যমকে জানিয়েছেন, আলবিসেলেস্তে দলের কোচের দায়িত্বে তাকে আর নাও দেখা যেতে পারে।
স্কালোনি বলেন, ‘আমি ভবিষ্যতে কি করবো না করবো তা নিয়ে আমাকে অনেক ভাবতে হবে। এই দল স্থায়ীভাবে যখন আপনাকে চায় তখন আপনার মাঝেও সর্বোচ্চ শক্তিটুকু জমা থাকতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমি এখনই বিদায় বলছি না, তবে সে সম্ভাবনা একেবারে কমও নয়।’
বর্তমান আলবিসেলেস্তে দলটির বেশ ভালো একজন প্রয়োজন জানিয়ে তিনি বলেন, ‘এই দলটির এমন একজন কোচের প্রয়োজন যার মাঝে সম্ভাব্য সব কিছুই আছে।’