রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পুলিশের লাঠিচার্জ থেকে ভক্তদের বাঁচাতে ঝাঁপিয়ে পড়লেন মার্টিনেজ (ভিডিও)

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৩, ০৭:৫৮ এএম

শেয়ার করুন:

পুলিশের লাঠিচার্জ থেকে ভক্তদের বাঁচাতে ঝাপিয়ে পড়লেন মার্টিনেজ 

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে আজ ঘরের মাঠ মারাকানা স্টেডিয়ামে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নেমেছে ব্রাজিল। তবে চিরপ্রতিদ্বন্দ্বী এ দুই দলের খেলা শুরুর আগেই বাঁধে বিপত্তি। লিওনেল মেসি-গ্যাব্রিয়েল জেসুসরা জয়ের লক্ষ্যে লড়াই শুরুর আগেই গ্যালারিতে দুই দলের সমর্থকদের মাঝে ছড়িয়ে পড়ে দাঙ্গা। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আর্জেন্টিনা সমর্থকদের উপর লাঠিচার্জ চালায় ব্রাজিলিয়ান পুলিশ। এমন অবস্থার জেরে মাঠে নামতে অস্বীকৃতি জানিয়ে ফুটবলারদের নিয়ে সাজঘরে চলে যান আলবিসেলেস্তে অধিনায়ক মেসি। তবে এর আগে সমর্থকদের লাঠিচার্জ থেকে বাঁচাতে নিজেই ঝাপিয়ে পড়েন বাজপাখি খ্যাত এমিলিয়ানো মার্টিনেজ। 

মারাকানা স্টেডিয়ামেই ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জিতে নিয়েছিল আর্জেন্টিনা। একই স্টেডিয়ামে আজ মুখোমুখি দুই দল। বিশ্বকাপ বাছাইয়ে সবশেষ ম্যাচে পরাজিত হয়েছে দুই দলই। ফলে উভয় দলের লক্ষ্যই আজ জয়ে ফেরা। তবে জয়ে ফেরার লক্ষ্যে লড়াই শুরুর আগেই উত্তাপ ছড়ায় দুই দলের সমর্থকদের মাঝে। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: মারাকানায় আর্জেন্টিনা সমর্থকদের ওপর ব্রাজিল পুলিশের লাঠিচার্জ

দুই দলের জাতীয় সংগীতের সময় ব্রাজিলিয়ান সমর্থকরা দুয়ো দিতে থাকেন আর্জেন্টাইনদের উদ্দেশ্য করে। এ সময় দুই দলের সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়ে দাঙ্গা। এক পর্যায়ে পরিস্থিতি খারাপ হতে শুরু করে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ নিতে আসেন ব্রাজিলের পুলিশ। 

তবে আন্তর্জাতিক গণমাধ্যম এবং এক্সে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আর্জেন্টাইন সমর্থকদের উপর নির্বিচারে লাঠিচার্জ করছে ব্রাজিলিয়ান পুলিশ। এ সময় গ্যালারির উত্তেজনা ছড়িয়ে পড়ে মেসিদের মাঝেও। আলবিসেলেস্তে গোলরক্ষক বাজপাখি খ্যাত এমিলিয়ানো মার্টিনেজ গ্যালারির বাঁধা টপকে ঝাপিয়ে পড়েন পুলিশের লাঠিচার্জ থেকে সমর্থকদের বাঁচাতে। 


বিজ্ঞাপন


এক পর্যায়ে আলবিসেলেস্তে অধিনায়ক মেসি দলের ফুটবলারদের নিয়ে ড্রেসিং রুমে চলে যান। পরে অবশ্য নিয়ন্ত্রণে এসেছে এমন উত্তপ্ত পরিস্থিতির। প্রায় ত্রিশ মিনিট দেরিতে শুরু হয় দুই দলের ম্যাচটি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত শেষ হয়েছে প্রথমার্ধের খেলা। তবে দুই দলের কেউই এখনো গোলের দেখা পায়নি। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর