images

স্পোর্টস / ফুটবল

মারাকানায় আর্জেন্টিনা সমর্থকদের ওপর ব্রাজিল পুলিশের লাঠিচার্জ

স্পোর্টস ডেস্ক

২২ নভেম্বর ২০২৩, ০৭:২৯ এএম

ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ মানেই দারুণ উত্তেজনা যার উত্তাপ ছড়িয়ে পড়ে মাঠের বাইরেও। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের লড়াই নিয়ে তুমুল উত্তেজনা কাজ করে সমর্থকদের মাঝেও। তেমনি উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে আজকেও। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে আজ মারাকানা স্টেডিয়ামে লিওনেল মেসির দলের মুখোমুখি হয়েছে নেইমার বিহীন সেলেসাওরা। তবে ম্যাচ শুরুর আগেই গ্যালারিতে আলবিসেলেস্তে সমর্থকদের উপর লাঠিচার্জ চালিয়েছে ব্রাজিলিয়ান পুলিশ। 

মারাকানা স্টেডিয়ামেই ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জিতে নিয়েছিল আর্জেন্টিনা। একই স্টেডিয়ামে আজ মুখোমুখি দুই দল। বিশ্বকাপ বাছাইয়ে সবশেষ ম্যাচে পরাজিত হয়েছে দুই দলই। ফলে উভয় দলের লক্ষ্যই আজ জয়ে ফেরা। তবে জয়ে ফেরার লক্ষ্যে লড়াই শুরুর আগেই উত্তাপ ছড়ায় দুই দলের সমর্থকদের মাঝে। 

আরও পড়ুন: পুলিশের লাঠিচার্জ থেকে ভক্তদের বাঁচাতে ঝাপিয়ে পড়লেন মার্টিনেজ (ভিডিও)

দুই দলের জাতীয় সংগীতের সময় ব্রাজিলিয়ান সমর্থকরা দুয়ো দিতে থাকেন আর্জেন্টাইনদের উদ্দেশ্য করে। এ সময় দুই দলের সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়ে দাঙ্গা। এক পর্যায়ে পরিস্থিতি খারাপ হতে শুরু করে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ নিতে আসেন ব্রাজিলের পুলিশ। 

তবে আন্তর্জাতিক গণমাধ্যম এবং এক্সে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আর্জেন্টাইন সমর্থকদের উপর নির্বিচারে লাঠিচার্জ করছে ব্রাজিলিয়ান পুলিশ। এ সময় গ্যালারির উত্তেজনা ছড়িয়ে পড়ে মেসিদের মাঝেও। আলবিসেলেস্তে গোলরক্ষক বাজপাখি খ্যাত এমিলিয়ানো মার্টিনেজ গ্যালারির বাঁধা টপকে ঝাপিয়ে পড়েন পুলিশের লাঠিচার্জ থেকে সমর্থকদের বাঁচাতে। 

এক পর্যায়ে আলবিসেলেস্তে অধিনায়ক মেসি দলের ফুটবলারদের নিয়ে ড্রেসিং রুমে চলে যান। পরে অবশ্য নিয়ন্ত্রণে এসেছে এমন উত্তপ্ত পরিস্থিতির। পরে প্রায় ত্রিশ মিনিট দেরিতে শুরু হয় দুই দলের ম্যাচটি।