স্পোর্টস ডেস্ক
০৮ অক্টোবর ২০২৩, ০২:০৪ পিএম
ওয়ানডে বিশ্বকাপ শুরু হয়েছে তিন দিন আগে। আজ চতুর্থ দিনে নিজেদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামছে ভারত। এই ম্যাচে স্বাগতিকদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়াও এবারের আসরে আজই প্রথম মাঠে নামছে। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে দুই দলের হাই-ভোল্টেজ ম্যাচটিতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স।
অস্ট্রেলিয়ার বিপক্ষে আজকের ম্যাচে ভারতের একাদশে নেই শুভমান গিল। অসুস্থ থাকায় টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচে থাকা হচ্ছে না তাঁর। অজিদের বিপক্ষে আজকের ম্যাচে পেসার হিসেবে আছেন মোহাম্মদ সিরাজ এবং জস্প্রীত বুমরাহ, নেই মোহাম্মদ শামি। এছাড়া পেস বোলিং অলরাউন্ডার হিসেবে আছেন হার্দিক পান্ডিয়া।
আরও পড়ুন: বিশ্বকাপে আজ মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া, এগিয়ে কারা?
স্পিন বোলিংয়ে আজ অজিদের বিপক্ষে দলে আছেন কুলদীপ যাদব, রবিচন্দ্রন অশ্বিন এবং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।
ভারতের বিপক্ষে আজ অস্ট্রেলিয়ার একাদশে আছেন তিন পেসার। মিচেল স্টার্ক, প্যাট কামিন্স এবং জশ হ্যাজলউড- এই তিন পেসারের সঙ্গে স্পিন বোলার হিসেবে আছেন অ্যাডাম জাম্পা। আর ব্যাটিংয়ে অজিদের নেতৃত্ব দেবেন ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেনরা।
ভারত একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, বিরাট কোহলি, ইশান কিষান, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব, রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রিত বুমরা।
অস্ট্রেলিয়া একাদশ:
ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাশ লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড