ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ শুরু হয়েছে এ মাসের ৫ তারিখে। তবে স্বাগতিক দেশটি টুর্নামেন্ট শুরুর চতুর্থ দিনে আজ মাঠে নামবে নিজেদের প্রথম ম্যাচ খেলতে। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। অজিরাও আজই এবারের আসরে প্রথমবারের মত মাঠে নামবে। চেন্নাইয়ে দুই দলের এই হাই-ভোল্টেজ ম্যাচ নিয়ে ক্রিকেটপ্রেমীদের মাঝে বিরাজ করছে তুমুল উৎসাহ-উদ্দীপনা।
চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে দুই দলের ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটায়। ঘরের মাঠে বিশ্বকাপ হওয়ায় এবারের আসরের সবথেকে ফেভারিট দল ভারত। শক্তিমত্তার দিক থেকেও রোহিত শর্মারা অন্য দলগুলোর চেয়ে বেশ খানিকটা এগিয়ে। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং থেকে শুরু করে চেনা কন্ডিশনে খেলা হওয়ায় তাদেরকেই এগিয়ে রাখছে বিশ্লেষকরা।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ভারত ম্যাচের আগে দুর্ঘটনায় অজি স্পিনার
এদিকে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগেই দুঃসংবাদ পেয়েছে ভারত। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ায় আজকের ম্যাচে ওপেনার শুভমান গিলের খেলা নিয়ে আছে শঙ্কা। তবে অধিনায়ক রোহিত তাঁর জন্য অপেক্ষা করবেন বলেই জানা গেছে। এদিকে শুভমান ছাড়াও ভারতের ব্যাটিং লাইন-আপে আছে গভীরতা।
অধিনায়ক রোহিত ছাড়াও বিরাট কোহলি, লোকেশ রাহুল, ইশান কিষাণ, শ্রেয়াস আইয়্যাররা ব্যাট হাতে প্রতিপক্ষের জন্য হয়ে ওঠতে পারেন ভয়ঙ্কর। এছাড়া বল হাতে ঘরের মাঠে মোহাম্মদ সিরাজ, জস্প্রীত বুমরাহ, মোহাম্মদ শামি, রবিচন্দ্রন অশ্বিন সবসময়ই ভালো করে এসেছেন।
গতকাল ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ নিয়ে অধিনায়ক রোহিত বলেন, ‘আমরা খুব ভালো মেজাজে আছি। যে কোনো বড় টুর্নামেন্ট শুরু আগে যেমন নির্ভার থাকি তেমনই। আমরা খুব ভালো প্রস্তুতি নিয়েই এসেছি, আমাদের দক্ষতা নিয়েও আমরা খুবই আত্মবিশ্বাসী।’
বিজ্ঞাপন
আরও পড়ুন: ডাচদের বিপক্ষেও উইলিয়ামসনকে পাচ্ছে না নিউজিল্যান্ড
এদিকে অস্ট্রেলিয়ার জন্যও আজকের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। টুর্নামেন্টের শুরুতেই ভারতকে তাদেরই ঘরের মাঠে মোকাবেলা করতে হওয়ায় তাদেরকে বাড়তি সতর্কই থাকতে হচ্ছে। সেই সঙ্গে দলে চোট নিয়েও আছে অস্বস্তি। গতকাল সংবাদ সম্মেলনে অজি অধ্নায়ক প্যাট কামিন্স বলেন, ‘ভারত স্বাগতিক দেশ হওয়ায় মাঠে তাদেরই সমর্থক থাকবে বেশি, তবে এটা আমাদের জন্য নতুন নয়। কন্ডিশনও থাকবে চিরচেনা। এ কারণেই ঘরের মাঠে ভারতকে মোকাবেলা করাটা কঠিন । ফলে চাপও থাকবে কিছুটা বেশি।’
এদিকে ঘরের মাঠে ভারতকে মোকাবেলা করার চ্যালেঞ্জ থাকলেও সংখ্যায় এগিয়ে আছে অজিরাই। দুই দল একদিনের ক্রিকেটে এখনো পর্যন্ত মুখোমুখি হয়েছে মোট ১৪৯ বার যেখানে ভারতের জয় ৫৬টি ম্যাচে। অন্যদিকে অস্ট্রেলিয়া জয় পেয়েছে ৮৩টি ম্যাচে আর ১০টি খেলা হয়েছে পরিত্যক্ত। ভারতের মাটিতে জয়ের দিক থেকেও এগিয়ে আছে অস্ট্রেলিয়াই। নিজেদের মাটিতে নীল জার্সিধারীরা জয় পেয়েছে ৩২টি ম্যাচে যেখানে অজিদের জয় ৩৩টি।
তবে এ বছর দুই দল একে অপরের বিপক্ষে মাঠে নেমেছে মোট ৬টি একদিনের ম্যাচে। এসব ম্যাচে দুই দলেরই আছে সমান সমান জয়। আজকের ম্যাচেও তাই হাড্ডাহাড্ডি লড়াই হবে এমন প্রত্যাশা করাই যায়।

