images

স্পোর্টস

ক্রিশ্চিয়ানো রোনালদো: তবে কি আবারও বলতে হবে বিদায়!

আহমদ ইশতিয়াক আনাম

১৫ এপ্রিল ২০২২, ০৩:০৫ পিএম

ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হিসেবে এরিক টেন হাগের যোগ দেয়া এখন শুধু সময়ের ব্যাপার। আয়াক্সের সঙ্গে ডাচ কোচের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে চলতি বছরের জুনে। এরপরই তিনি যোগ দেবেন রেড ডেভিল শিবিরে। এদিকে ফর্ম খরায় ভোগা ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছেড়ে যেতে হতে পারে প্রিয় ওল্ড ট্রাফোর্ড।  

চলতি মৌসুম একদমই ভাল কাটছে না ম্যানচেস্টার ইউনাইটেডের। কিংবদন্তি ম্যানেজার স্যার অ্যালেক্স ফার্গুসন দায়িত্ব ছাড়ার পর থেকেই মূলত স্বর্ণযুগ হারিয়েছে রেড ডেভিলরা। মাঝে খেলতে হয়েছে ইউরোপা লিগও। চলমান মৌসুমে এখন পর্যন্ত যেমন খেলছে দলটি তাতে সম্ভাবনা রয়েছে আগামী বছরের চ্যাম্পিয়ন্স লিগ থেকেও ছিটকে যাওয়ার। ৩১ ম্যাচ খেলে ৫১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৭ এ অবস্থান রোনালদোদের। 

রোনালদোর স্বপ্নীল প্রত্যাবর্তনকে যুদ্ধে জয়লাভের পর জুলিয়ান সিজারের রোমে আসার সঙ্গে তুলনা করেছিলেন তার পিতৃতুল্য কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন। ম্যানইউ’র হয়ে দ্বিতীয় অভিষেকটাও দারুণ হয়েছিল পর্তুগিজ মহাতারকার। দুই গোল করে নিজের ফিরে আসাটা আরও রঙিন করে রেখেছিলেন তিনি।

এদিকে দলের সবচেয়ে বড় তারকা রোনালদোর ফর্মহীনতাও ইউনাইটেডকে ভোগাচ্ছে বেশ। প্রিমিয়ার লিগের পঞ্চম সর্বোচ্চ ও চলতি মৌসুমে ম্যানইউর সর্বোচ্চ গোলদাতা হলেও শেষ ১৩ ম্যাচে জাল খুঁজে পেয়েছেন মাত্র ৫ বার। রালফ রাংনিকের শুরুর একাদশেও জায়গা হারিয়েছেন বেশ ক’বার।

ইউনাইটেড ভক্তদের মেনে নিতে কষ্ট হলেও রোনালদোকে বিদায় বলার সময় যেন এসে পড়েছে। শোনা যাচ্ছে নিজের এজেন্টকে নতুন গন্তব্য খোঁজার দায়িত্বটা ইতোমধ্যেই সঁপে দিয়েছেন সিআর সেভেন। তবে গেল বছরের সেপ্টম্বরে রোনালদোর রাজসিক প্রত্যাবর্তনের সময় কেউ কি ঘুণাক্ষরেও ভেবেছিল এমন সাদামাটা বিদায়? 

দলের সবচেয়ে বড় তারকা রোনালদোর ফর্মহীনতাও ইউনাইটেডকে ভোগাচ্ছে বেশ। প্রিমিয়ার লিগের পঞ্চম সর্বোচ্চ ও চলতি মৌসুমে ম্যানইউর সর্বোচ্চ গোলদাতা হলেও শেষ ১৩ ম্যাচে জাল খুঁজে পেয়েছেন মাত্র ৫ বার। রালফ রাংনিকের শুরুর একাদশেও জায়গা হারিয়েছেন বেশ ক’বার।

রোনালদোর স্বপ্নীল প্রত্যাবর্তনকে যুদ্ধে জয়লাভের পর জুলিয়ান সিজারের রোমে আসার সঙ্গে তুলনা করেছিলেন তার পিতৃতুল্য কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন। ম্যানইউ’র হয়ে দ্বিতীয় অভিষেকটাও দারুণ হয়েছিল পর্তুগিজ মহাতারকার। দুই গোল করে নিজের ফিরে আসাটা আরও রঙিন করে রেখেছিলেন তিনি। 

Cristiano Ronaldo Manchester United রেড ডেভিলদের ১৩টি প্রিমিয়ার লিগ ও ২টি চ্যাম্পিয়ন্স লিগ জেতানো এই কিংবদন্তী কোচ সেদিন বলেছিলেন, ‘মনে হচ্ছিল সিজার রোমে প্রবেশ করছে। সে এল, দেখলো এবং জয় করল। প্রতিটি ইউনাটেড ভক্তের জন্য ব্যাপারটিই দারুণ ছিল। তাকে দেখার জন্য বাইরেও শত শত মানুষ অপেক্ষা করছিল।’

তবে হঠাৎই কেন ছন্দপতন হলো সময়ের অন্যতম সেরা এই মহাতারকার। এখানে অনেকগুলো বিষয় বিবেচনায় নিতে হবে। সবার আগে দেখতে হবে তার বয়স। এই বয়সে ফুটবলের ইতিহাসে খুব কম খেলোয়াড়ই দিতে পেরেছেন নিজের সর্বোচ্চটা। আরেকটা কারণ হতে পারে ইংলিশ ফুটবলের তুমুল প্রতিদ্বন্দ্বিতা। 

নিজের বর্ণিল ক্যারিয়ারের শুরুটা ইংল্যান্ডে করলেও এরপর রোনালদো খেলেছেন লা লিগা ও সিরি আতে। স্প্যানিশ লিগ প্রতিদ্বন্দ্বিতার দিক দিয়ে প্রিমিয়ার লিগের থেকে খুব একটা পিছিয়ে না থাকলেও বেশ পিছিয়ে সিরি আ। সে কারণে বাড়তি প্রেসিং, গতি এবং ক্ষিপ্রতার সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সমস্যা হতে পারে রোনালদোর।

তবে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার সামনে এসব তো নস্যি হওয়া উচিৎ। এমনটা যদি ভেবে থাকেন ভুল করছেন আপনি। পর্তুগিজ সুপারস্টারের সাম্প্রতিক খেলাগুলো বিশ্লেষণ করলে চোখে পড়বে তার গতির অভাব। তাছাড়া বল নিয়ন্ত্রণ ও ড্রিবলিংয়েও হারিয়েছেন দক্ষতা। আর সে কারণেই ইংলিশ ফুটবলে আধিপত্য বিস্তার করে খেলার মত শারীরিক অবস্থায় নেই রোনালদো। 

এসব কারণেই মূলত প্রিমিয়ার লিগের ডিফেন্ডারদের পরাস্ত করতে বারবার ব্যর্থ হচ্ছেন সিআর সেভেন। আর সেকারণেই হয়ত নতুন কোচ হাগের ভবিষ্যত পরিকল্পনায় নেই তিনি। তবে ভুলে গেলে চলবে না তিনি ক্রিশ্চিয়ানো রোনালদো, কিছুই অসম্ভব নয় তার কাছে। 

রোনালদোর আগের ফর্ম যদি ফিরে আসে তাহলে তা আশীর্বাদ হবে বিশ্বজুড়ে থাকা লাখো কোটি রোনালদো ও ইউনাইটেড ভক্তের জন্য। আর তেমনটা হলে হয়ত ওল্ড ট্রাফোর্ডেই বুটজোড়া তুলে রাখার সুযোগ পাবেন এই কিংবদন্তি।  

এআইএ