ক্রিশ্চিয়ানো রোনালদোর অর্জনের কথা বলে শেষ করা যাবে না। সর্বকালের সর্বোচ্চ গোলদাতা থেকে সবচেয়ে বেশি আন্তর্জাতিক গোল; কি নেই তার অর্জনের খাতায়। ৩৭ বছরে এসেও লক্ষ্যটা ফিকে হতে দেননি পর্তুগিজ মহাতারকা। এখনও স্বপ্ন দেখেন একবারের জন্য হলেও বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার। তবে তার আগে আজ রাতে নিজেদের ঘরের মাঠ স্তাদিও দো দ্রাগাওতে তুরস্কের মোকাবিলা করতে হবে রোনালদোর দলকে।
এ প্রজন্মের ফুটবল ভক্তদের ভাগ্যটা বড়ই খারাপ। রেকর্ডের পর রেকর্ড নিজেদের নামে করলেও বিশ্বকাপের ট্রফিতে এখনও হাত রাখা হয়নি সময়ের দুই মহারথী মেসি-রোনালদোর। এদিকে বিশ্বকাপ বাছাইয়ের জটিল সমীকরণে আসন্ন কাতার বিশ্বকাপে মন ভাঙ্গতে পারে সিআর সেভেন ভক্তদের। বাছাইপর্বে চ্যাম্পিয়ন হতে না পারলে বিশ্বকাপের মূলপর্বের টিকিট যে পাবে না পর্তুগাল।
বিজ্ঞাপন
২০২০ সালে বিশ্বকাপ জয়ের আকাঙ্ক্ষার কথা জানিয়েছিলেন রোনালদো। বলেছিলেন, ‘এটা কঠিন হবে কিন্তু আমরা ভাল দল, তরুণ একটি দল। আমাদের দারুণ একজন কোচ রয়েছে তাই আমরা এ ব্যাপারে খুবই পজিটিভ।’
সিআর সেভেন আরও বলেছিলেন, ‘আমি যে ক্লাবেই খেলেছি সেখানেই জিতেছি। কিন্তু বিশ্বকাপ; এটা একটা স্বপ্ন।’
তবে এবার সেই স্বপ্ন পূরণের পথ যে অনিশ্চয়তায় ভরপুর তা হয়ত জানেন খোদ রোনালদোও। তবু দৃঢ় প্রত্যয়ই ঝরেছে তার কণ্ঠে। ইন্সটাগ্রাম পোস্টে পর্তুগিজ অধিনায়ক বলেন, ‘পূর্ণ মনোযোগ ২০২২ বিশ্বকাপে। আমরা জানি এই পথ সহজ হবে না, আমরা যাদের মুখোমুখি হব এবং যারা আমাদের মতো একই লক্ষ্যে ছুটে চলছে তাদের প্রতি আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা রয়েছে। তবে একত্রে, আমরা পর্তুগালকে সঠিক জায়গায় রাখতে লড়াই করব। চলুন এটা করি!’
বিশ্বকাপের মূলপর্ব খেলতে আজ তুরস্কের বিপক্ষে জয়ের কোন বিকল্প নেই পর্তুগালের। তবে আজ সেমিতে জিতলেই মূল পর্বের টিকিট পাবে না রোনালদোরা, জিততে হবে ফাইনালও। তবে ফাইনালে সামনে পড়তে পারে ইউরোজয়ী ভয়ংকর ইতালি। ফাইনাল জিতলে তবেই বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত হবে পর্তুগালের।
এমন কঠিন সমীকরণ সামনে থাকলেও ভক্তদের অণুপ্রাণিত করতে রোনালদো লিখেছেন, ‘কারও অজানা নয় দেশের প্রতিনিধিত্ব করা আমার কাছে সবসময়ই বিশেষ একটি মুহূর্ত। পর্তুগালের নাম আরও উঁচুতে তুলতে, সকল পর্তুগিজদের গর্বিত ও আনন্দিত করতে এবং নতুন প্রজন্মকে দেখাতে চাই যে কিছুই অসম্ভব নয়! আমাদের ওপর বিশ্বাস রাখুন। আপনাদের সমর্থনের প্রতিদান দিতে আমরা সবই করব।’
এদিকে একই সময়ে অন্য ম্যাচে ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামবে ইতালি ও উত্তর মেসেডোনিয়া। পালেরমোর স্তাদিও রেঞ্জো বারবেরাতে অনুষ্ঠিত হবে এই ম্যাচ।
এআইএ

