বিজ্ঞান ডেস্ক
২০ জানুয়ারি ২০২৬, ০৯:৪৩ এএম
মানুষের শরীরের প্রতিটি কোষের প্রাণস্পন্দন হলো রক্ত। শরীরের এই অপরিহার্য তরলটি কোনো কারণে সামান্য কেটে গেলে আমাদের মুখে লাগলে আমরা এক বিশেষ ধরনের নোনতা স্বাদ অনুভব করি। অনেকেই কৌতূহলী হন—রক্তের স্বাদ মিষ্টি বা অন্য কিছু না হয়ে কেন নোনতা হয়? এর পেছনে রয়েছে নিখুঁত জৈব-রাসায়নিক ভারসাম্য এবং বিবর্তনীয় কারণ।
১. ইলেক্ট্রোলাইট ও সোডিয়াম ক্লোরাইডের উপস্থিতি
রক্তের স্বাদ নোনতা হওয়ার প্রধান এবং সরাসরি কারণ হলো এতে থাকা প্রচুর পরিমাণে খনিজ লবণ। রক্তের তরল অংশ বা প্লাজমায় উচ্চ মাত্রায় বিভিন্ন ইলেক্ট্রোলাইট দ্রবীভূত থাকে। এর মধ্যে সবচেয়ে বেশি থাকে সোডিয়াম (Sodium) এবং ক্লোরাইড (Chloride)। বিজ্ঞানের ভাষায় এই সোডিয়াম ক্লোরাইডই হলো আমাদের সাধারণ খাবার লবণের রাসায়নিক রূপ। রক্তে লবণের এই উপস্থিতির কারণেই আমরা নোনতা স্বাদ পাই।

২. কেন রক্তে লবণ থাকে?
রক্তে লবণের উপস্থিতি কেবল স্বাদের জন্য নয়, বরং শরীরের টিকে থাকার জন্য এটি অপরিহার্য। এর প্রধান দুটি বৈজ্ঞানিক কারণ হলো-
অসমোটিক ভারসাম্য (Osmotic Balance): রক্তে লবণ এবং অন্যান্য খনিজ উপাদান কোষের ভেতরে ও বাইরে তরলের ভারসাম্য বজায় রাখে। যদি রক্তে লবণের সঠিক ঘনত্ব না থাকত, তবে শরীরের কোষগুলো হয় ফুলে ফেটে যেত, অথবা সংকুচিত হয়ে মারা যেত।
আরও পড়ুন: শীতকালে মুখ থেকে ধোঁয়া বের হয় কেন?
বিদ্যুৎ পরিবাহিতা: আমাদের হৃদপিণ্ড এবং মস্তিষ্ক বৈদ্যুতিক সংকেতের মাধ্যমে কাজ করে। সোডিয়াম এবং পটাশিয়ামের মতো আয়নগুলো রক্তে বিদ্যুৎ পরিবাহীর কাজ করে, যা স্নায়বিক সংকেত আদান-প্রদানে সাহায্য করে।

৩. হিমোগ্লোবিন ও ধাতব স্বাদ
লবণের নোনতা স্বাদের পাশাপাশি রক্তে সামান্য 'মেটালিক' বা ধাতব স্বাদও পাওয়া যায়। এর কারণ হলো লোহিত রক্তকণিকায় থাকা হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনের অন্যতম প্রধান উপাদান হলো আয়রন বা লোহা। যখন রক্ত জিহ্বার সংস্পর্শে আসে, তখন সেই লোহার উপস্থিতির কারণে নোনতা স্বাদের সাথে একটি হালকা কষাটে ধাতব স্বাদ মিশে থাকে।
৪. বিবর্তনীয় প্রেক্ষাপট
বিজ্ঞানীদের মতে, রক্তে লবণের এই উপস্থিতির একটি বিবর্তনীয় ইতিহাস রয়েছে। কোটি কোটি বছর আগে জীবনের উৎপত্তি হয়েছিল সমুদ্রের নোনা জলে। বিবর্তন ধারায় স্থলচর প্রাণীরা সমুদ্র ছেড়ে ডাঙায় এলেও তাদের শরীরের অভ্যন্তরীণ পরিবেশ অর্থাৎ কোষের চারপাশের তরল সমুদ্রের সেই নোনা জলের বৈশিষ্ট্য ধরে রেখেছে। একারণেই মানুষের রক্ত, চোখের জল এবং ঘাম—সবই নোনতা স্বাদের হয়ে থাকে।

রক্তের নোনতা স্বাদ মূলত আমাদের শরীরের সুস্থতারই একটি ইঙ্গিত। এটি প্রমাণ করে যে শরীরের তরল পদার্থের ভারসাম্য এবং রাসায়নিক বিক্রিয়াগুলো সঠিকভাবে কাজ করছে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে লবণের এই মাত্রা নিয়ন্ত্রিত থাকে কিডনি বা বৃক্কের মাধ্যমে। সুতরাং, রক্তের এই নোনতা স্বাদ কেবল একটি অনুভূতি নয়, এটি জীবনের টিকে থাকার এক অনন্য রসায়ন।
এজেড