images

ইসলাম

তারাবি না পড়লে রোজা মাকরুহ হবে?

ধর্ম ডেস্ক

০৪ এপ্রিল ২০২২, ১১:৫৬ এএম

সুবহে সাদিক থেকে-সূর্যাস্ত পর্যন্ত নিয়ত করে পানাহার ও যৌনাচার ত্যাগ করার নাম রোজা। আর এ রোজাই আল্লাহ তাআলা প্রাপ্তবয়স্ক ও শারীরিক-মানসিকভাবে সুস্থ প্রত্যেক মুসলমানের ওপর ফরজ করেছেন। তাই রোজা শুদ্ধ হওয়ার সঙ্গে তারাবির কোনো সম্পর্ক নেই। তারাবি না পড়লে রোজা মাকরুহও হবে না। কারণ আল্লাহ তাআলা বলেছেন—

‘হে ঈমানদারগণ! তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পার।’ (সুরা বাকারা: ১৮৩)

এটিই হচ্ছে মূল নির্দেশ। আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার ওপর রোজা ফরজ করার এটিই বিধান। এখানে তারাবিকে শর্ত করা হয়নি। তবে, রাতের ইবাদতগুলোর মধ্যে এশার নামাজ ফরজ, বিতর ওয়াজিব; অন্যান্য নফল বা সুন্নতের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে মর্যাদা দান করেছেন। যে যত বেশি আমল করবেন, তার তত কল্যাণ ও মার্যাদা। সুতরাং, কেউ যদি তারাবির নামাজ না পড়ে দিনের বেলা রোজা রাখেন, তাহলে তার রমজানের ফরজ রোজা আদায় হয়ে যাবে ঠিক, কিন্তু সুন্নত ও তারাবির মাধ্যমে তার যে মর্যাদা পাওয়ার সুযোগ ছিল, তা থেকে তিনি বঞ্চিত হলেন।

আর কেউ যদি ২০ রাকাত তারাবি না পড়ে ৮ বা ১২ রাকাত পড়েন, তাহলে তিনি ৮ বা ১২ রাকাতের সওয়াবই পাবেন, ২০ রাকাতের যে সওয়াব, তা থেকে নিজেকে বঞ্চিত করলেন। এক্ষেত্রে সবাইকে খেয়াল রাখতে হবে, এ দুনিয়ার নামাজ-রোজা ইত্যাদি ইবাদতের অর্জন দিয়ে আখেরাতের সীমাহীন জীবন অতিবাহিত করতে হবে। কাজেই রমজানের মতো গুরুত্বপূর্ণ সময়ে নেক আমল কম করার চেয়ে বেশি করার প্রতিযোগিতা করাই শ্রেয় হবে।

এছাড়াও মনে রাখা জরুরি, আল্লাহ তাআলা তারাবির বিধান দিয়েছেন রমজান মাসেই। তারাবি অন্য সময়ে পড়া হয় না। তাই তারাবি বাদ দেওয়া বা কম পড়া এতে কোনো বিশেষ উপকার নেই। বরং হাদিসে এসেছে—

‘যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের উদ্দেশ্যে রমজানে তারাবির নামাজ আদায় করেন, তার অতীতের গুনাহগুলো আল্লাহপাক ক্ষমা করে দেবেন।’ (বুখারি: ৩৬)

তাছাড়া শরয়ি ওজর ছাড়া তারাবির নামাজ ছেড়ে দেওয়া মাকরুহে তাহরিমি। তাই অবহেলাবশত তারাবি না পড়া মুমিন মুসলমানের অনুচিত। (কিতাবুল মাবসুত: ২/১৪৫, রদ্দুল মুখতার: ১/৬৫৩, ফতোয়ায়ে ফকিহুল মিল্লাত: ৫/৭৭)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে তারাবির মতো রমজানের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকটি আমলের প্রতি আন্তরিকতা ও ভালোবাসা বৃদ্ধি করে দিন। আমিন।