images

ইসলাম

জানাজা শেষে মৃতব্যক্তির চেহারা দেখা যাবে কি?

ধর্ম ডেস্ক

১৮ মে ২০২৩, ০৪:৩৬ পিএম

জানাজা, দাফন-কাফন ইত্যাদি জীবিতদের ওপর মৃত ব্যক্তির অধিকার। জানাজার নামাজ ফরজে কেফায়া। এতে মৃত ব্যক্তির জন্য দোয়া করা হয়। কবর দেওয়ার পূর্বে লাশ সামনে রেখে চার তাকবিরে রুকু-সেজদা ছাড়া এই নামাজ পড়ার নিয়ম। এরপর দ্রুত কবরস্থ করার নির্দেশ এসেছে হাদিসে। 

রাসুলুল্লাহ (স.) ইরশাদ করেছেন, أَسْرِعُوا بِالْجِنَازَةِ، فَإِنْ تَكُ صَالِحَةً فَخَيْرٌ تُقَدِّمُوْنَهَا إِلَيْهِ، وَإِنْ يَكُ سِوَى ذَلِكَ فَشَرٌّ تَضَعُوْنَهُ عَنْ رِقَابِكُمْ ‘তোমরা দ্রুত জানাজার নামাজ পড়ে লাশ দাফন করো। কেননা যদি মৃত ব্যক্তি পুণ্যবান হয়, তবে তোমরা ‘ভালো'-কে দ্রুত কবরে সমর্পণ করো, আর যদি অন্যরূপ হয়, তাহলে ‘মন্দ'-কে দ্রুত তোমাদের কাঁধ থেকে নামিয়ে দাও।’ (বুখারি: ১৩১৫; আবু দাউদ: ১/১৫৮)

তাই ইসলামি শরিয়তের বিধানমতে জানাজার পরে লাশ না দেখাই উত্তম এবং এই কাজটি মাকরুহ। (ফতোয়ায়ে রহিমিয়া, খন্ড: ৫, পৃষ্ঠা-১১০৪; খুলাসাতুল ফতোয়া, খন্ড: ১, পৃষ্ঠা-২২৫; আহসানুল ফতোয়া, খন্ড: ৪, পৃষ্ঠা: ২১৯)

কেননা এতে করে মহানবী (স.)-এর হাদিসের দুইটি বিরুদ্ধাচরণ করা হয়। ১) কাফন-দাফন দ্রুত না করে দীর্ঘায়িত করা হয়। ২) মৃতের চেহারা পরিবর্তন বা অন্যকোনো ত্রুটি প্রকাশ হওয়ার আশঙ্কা। এই দ্বিতীয় বিষয়েও নবীজি সতর্ক করেছেন। উল্লেখিত হাদিসটিই তার প্রমাণ।

আরও পড়ুন
লাশ দেখলে যে দোয়া পড়বেন
মৃত্যু আসার আগে ১১টি কাজ দ্রুত শেষ করুন

দ্রুত জানাজা, দাফন-কাফন সম্পন্ন করার ব্যাপারে আরও অনেক হাদিস রয়েছে। এক হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (স.) আলী (রা.)-কে লক্ষ্য করে বলেন, ‘হে আলী! তিনটি জিনিসের ক্ষেত্রে বিলম্ব করবে না। ১. নামাজের যখন সময় আসবে তখন নামাজ আদায় করা থেকে দেরি করবে না। ২. মৃত ব্যক্তির জানাজা যখন উপস্থিত হবে তখন কাফন-দাফন সম্পন্ন করতে দেরি করবে না। ৩. কোন অবিবাহিতা মেয়ের জন্য যখন কোনো উপযুক্ত পাত্র পাবে তখন তাকে পাত্রস্থ করা থেকে বিলম্ব করবে না।’ (তিরমিজি: ১/২০৬)

সাহাবি তালহা ইবনে বারা (রা.)-এর মৃত্যুর আলামত দেখে নবীজি (স.) বলেছিলেন, ‘..আমি তালহার মধ্যে মৃত্যুর আলামত দেখতে পাচ্ছি। অতএব (সে মারা গেলে) এ সম্পর্কে আমাকে অবহিত করবে। আর তোমরা দ্রুত কাফন-দাফনের ব্যবস্থা করবে। কেননা কোনো মুসলমানের মৃতদেহকে পরিবারস্থ লোকদের মাঝে আটকে রাখা উচিত নয়।’ (আবু দাউদ: ৩১৫৯)

তাই জানাজা, দাফন-কাফন দ্রুত সম্পন্ন করা উচিত। তবে, কাফন-দাফনে বিলম্ব না হওয়ার শর্তে জানাজার আগে মৃতের চেহারা দেখা জায়েজ আছে। ইউসুফ বিন মুহাম্মদ (রহ.)-কে মৃতের চোহারা দেখার ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, মৃতের চেহারা দেখাতে কোনো অসুবিধা নেই। (ফতোয়ায়ে তাতারখানিয়া: ৩/৭৮) 

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে মৃতব্যক্তির অধিকার সম্পর্কে সচেতন হওয়ার তাওফিক দান করুন। জানাজা-দাফন-কাফনসহ সকল বিষয়ে সুন্নাহর অনুসরণ করার তাওফিক দান করুন। আমিন।