ধর্ম ডেস্ক
১৭ মে ২০২৩, ০২:০৬ পিএম
নারীদের চুল কাটা নিয়ে আমাদের সমাজে বিভিন্ন কথার প্রচলন রয়েছে। কারো ধারণা- নারীরা একেবারেই চুল কাটতে পারবে না, কেউ বলে- চার আঙ্গুলের বেশি কাটা যাবে না, আবার কেউ কেউ বিশ্বাস করে যে বিশেষ সময় ছাড়া নারীদের জন্য চুল কাটা নিষিদ্ধ। এসব কোনো কথার ভিত্তি ইসলামে নেই।
মূলত ইসলামি শরিয়তে নারীদের চুল কাটার বিধান রয়েছে। কয়েকটি শর্তসাপেক্ষে নারীদের চুল কাটা জায়েজ। যেমন— ১) বিজাতীয় নারীদের সাদৃশ্য কিংবা ফ্যাশনের অনুকরণ যদি উদ্দেশ্য না হয়। ২) এমন স্টাইলে যেন চুল কাটা না হয়, যাতে পুরুষের মতো দেখায়। ৩) যদি পরপুরুষের মাধ্যমে চুল কাটা না হয়। ৪) স্বামীর অনুমতি ছাড়া যদি চুল কাটা না হয়।
আরও পড়ুন: হাদিসের আলোকে ‘নেককার স্ত্রী’ চেনার উপায়
উপরোক্ত মূলনীতির আলোকে মহিলারা তাদের চুল কাটতে পারবেন। কিন্তু কতটুকু কাটতে পারবেন? যতটুকু কাটলে পুরুষের মতো না দেখাবে ততটুকু চুল কাটা নারীদের জন্য জায়েজ। স্বামীর সামনে নিজেকে সজ্জিত করার উদ্দেশ্যে যদি কেউ চুল কাটে, তা-ও জায়েজ। এ মর্মে হাদিস বর্ণিত হয়েছে যে, ‘রাসুলুল্লাহ (স.)-এর স্ত্রীগণ এমনভাবে তাঁদের মাথার চুল কাটতেন যে, তা কাঁধ থেকে একটু নিচে যেত বা কান বরাবর হতো।’ (সহিহ মুসলিম: ৩২০)
ইমাম নববি (রহ.) উক্ত হাদিসের ব্যাখ্যায় বলেন, ‘এতে প্রমাণিত হয় যে, নারীদের চুল কেটে হালকা করা জায়েজ।’ (শরহে মুসলিম: ৫/৪)
অতএব শরিয়তের নিয়ম-কানুন মেনে নারীদের জন্য চুল কাটা হারাম বা নিষিদ্ধ নয়। নারীদের চুল চার আঙ্গুল পরিমাণ কাটা যাবে, অথবা একেবারেই কাটা যাবে না- এ জাতীয় কথাগুলোও সঠিক নয়।
আরও পড়ুন: স্বামী-স্ত্রী কে কোন পাশে ঘুমানো সুন্নত?
আল্লামা উসাইমিন (রহ.) বলেন, এই মুহূর্তে আমাদের এমন কোনো দলিল জানা নেই— যা দ্বারা নারীদের চুল কাটা হারাম প্রমাণিত হয়। হারাম বলার একটি দুর্বল মত রয়েছে; তবে এর কোনো যৌক্তিকতা নেই। মাকরুহ বলার মতটিও প্রশ্নবিদ্ধ। আর বৈধ হওয়ার মতটিই দলীল ও মূলনীতির কাছাকাছি। যেহেতু রাসুল (স.)-এর ইন্তেকালের পর তাঁর স্ত্রীদের চুল কাটার হাদিস সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। (শায়খের বক্তব্যের শ্রুতলিপি)
এছাড়াও জটিল অসুস্থতার কারণে চিকিৎসার প্রয়োজনে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শে চুল ছোট করা, এমনকি যেকোনো জরুরি প্রয়োজনে কামানোর অনুমতি রয়েছে। তবে যাদের চুল ততটা লম্বা নয় এবং অল্প কাটলেই পুরুষের বাবরি চুলের মতো দেখা যাবে তার জন্য অল্প কাটাও জায়েজ নেই। (তথ্যসূত্র: সহিহ বুখারি: ২/৮৭৪; জামে তিরমিজি: ১/১০৩; সহিহ মুসলিম: ১/১৪৮; তাকমিলা ফাতহুল মুলহিম: ১/৪৭২)
উল্লেখিত দলিলের আলোকে এ কথা স্পষ্ট যে, চুল বেশি বড় থাকলে যেমন চার আঙ্গুলের বেশি কাটা জায়েজ, তদ্রূপ একেবারে বেশি কেটে পুরুষের মতো করে ফেলা নাজায়েজ। আল্লাহ তাআলা মুসলিম নারীদের শরিয়তের সকল বিধি-বিধান মেনে চলার তাওফিক দান করুন। আমিন।
মেয়েদের চুল কাটার স্টাইল, চুল কাটার সুন্নত তরিকা, ছেলেদের চুল কাটা নিয়ে হাদিস, ইসলামে মেয়েদের চুল বাধার নিয়ম, মেয়েদের চুল বাধা নিয়ে হাদিস, ইসলামে চুল কাটার দিন, নবজাতকের চুল কাটার হাদিস, ইসলামে চুল কাটার নিয়ম, ইসলামে নারীদের চুল কাটার বিধান, নারীদের কতটুকু চুল কাটা জায়েজ