images

ইসলাম

‘বৃষ্টির সময়ের ৬টি সুন্নাহ’

ধর্ম ডেস্ক

১৪ সেপ্টেম্বর ২০২২, ০৩:৩৮ পিএম

বৃষ্টি-বাদলের মৌসুমে মহানবী (স.)-এর পবিত্র সুন্নতের উপর  আমল করতে উৎসাহিত করেছেন প্রখ্যাত ইসলামিক স্কলার শাইখ আহমাদুল্লাহ। বুধবার (১৪ সেপ্টেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি বৃষ্টির সময়ের সুন্নত আমলের দলিলাদি তুলে ধরেছেন। ঢাকা মেইলের পাঠকদের জন্য শায়খ আহমাদুল্লাহর স্ট্যাটাসটি এখানে তুলে ধরা হলো।

বৃষ্টির সময়ের ৬টি সুন্নাহ
১) বৃষ্টির দোয়া পাঠ করা। দোয়াটি হলো- اللَّهُمَّ صَيِّبًا نَافِعًا ‘হে আল্লাহ কল্যাণকর বৃষ্টি দাও।’ (মেশকাত: ১৫০০; বুখারি: ১০৩২)
অতিবৃষ্টি বা ক্ষতিকর বৃষ্টি হলে এই দোয়া পাঠ করা- اللَّهُمَّ حَوَالَيْنَا، وَلاَ عَلَيْنَا ‘হে আল্লাহ আমাদের আশপাশে (জনবসতির বাইরে) বৃষ্টি দাও, আমাদের উপর নয়।’ (বুখারি: ৯৬৬)

আরও পড়ুন: শায়খ আহমাদুল্লাহর ব্যক্তিগত ওয়েবসাইট

২) আল্লাহর ভয়ে ভীত-সন্ত্রস্ত থাকা। উম্মুল মুমিনিন আয়েশা (রা.) বলেন, আকাশ মেঘাচ্ছন্ন হলে এবং ঝড়ো হাওয়া প্রবাহিত হলে প্রিয়নবী (স.) ঘাবড়ে যেতেন যে, এটি আল্লাহর আজাব কি না। (সহিহ মুসলিম: ১৯৫৭)

৩) বৃষ্টিকে আল্লাহর রহমত বলে অভিহিত করা। উম্মুল মুমিনীন আয়েশা (রা.) বলেন, প্রিয়নবী (স.) যখন বৃষ্টি দেখতেন, তখন বলতেন- ‘এ তো আল্লাহর রহমত।’ (সহিহ মুসলিম: ১৯৫৭)

৪) বৃষ্টি-বাদল সংক্রান্ত কুসংস্কার থেকে মুক্ত হয়ে আল্লাহর প্রতি বিশ্বাসী হওয়া। প্রিয়নবী (স.) হাদিসে কুদসিতে বলেন, ‘যে বলে, আল্লাহর করুণা ও রহমতে আমরা বৃষ্টি লাভ করেছি, সে হলো আমার প্রতি বিশ্বাসী এবং নক্ষত্রের (শক্তির) প্রতি অবিশ্বাসী। আর যে বলেছে, অমুক অমুক নক্ষত্রের প্রভাবে আমাদের উপর বৃষ্টিপাত হয়েছে, সে আমার প্রতি অবিশ্বাসী এবং নক্ষত্রের প্রতি বিশ্বাস স্থাপনকারী।’ (সহিহ মুসলিম: ৮৪৬)

আরও পড়ুন: বিপদ-মসিবতে ‘ইন্নালিল্লাহ’ পড়ার ফজিলত

৫) বৃষ্টির পানি গায়ে লাগানো। রাসুলুল্লাহ (স.) বৃষ্টির পানি গায়ে লাগাতেন। (সহিহ মুসলিম: ১৯৫৬)

৬) বৃষ্টির সময় দোয়া কবুল হয়, তাই এ সময়ে দোয়া করা। রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘দুই সময়ের দোয় প্রত্যাখ্যাত হয় না কিংবা কম প্রত্যাখ্যাত হয়। (এক) আজানের সময়। (দুই) বৃষ্টির সময়।’ (সহিহুল জামে: ৩০৭৮)

আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ আলোচিত একজন ইসলামি ব্যক্তিত্ব। তাঁর উদার ও মানবিক বিভিন্ন কর্মকাণ্ড তরুণ প্রজন্মকে আশার আলো দেখাচ্ছে। এছাড়া টেলিভিশন, ফেসবুক ও ইউটিউবে তার তথ্যনির্ভর ও গবেষণাধর্মী আলোচনা বেশ জনপ্রিয়তা লাভ করেছে। তিনি ইসলামের আলোকে সমসাময়িক নানা সমস্যার বিশ্লেষণ করে থাকেন। ইতিবাচক ও উদার দৃষ্টিভঙ্গি নিয়ে বিশুদ্ধ ও মার্জিত ভাষায় উপস্থাপিত তাঁর আলোচনায় অসংখ্য শ্রোতা ও দর্শক উপকৃত হচ্ছেন।