ধর্ম ডেস্ক
২৯ জানুয়ারি ২০২৬, ০৫:৩৪ পিএম
সমকালীন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রাজ্ঞ, নিষ্ঠাবান ও আধুনিক জ্ঞানসম্পন্ন আলেম তৈরির লক্ষ্যে গবেষণাভিত্তিক উচ্চশিক্ষা কার্যক্রম শুরু করতে যাচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। ফাউন্ডেশনের সহযোগী প্রতিষ্ঠান ‘আস-সুন্নাহ দাওয়াহ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট’-এর অধীনে তিন বছর মেয়াদি এ প্রোগ্রামটি আগামী রমজান মাস থেকে চালু হবে।
প্রোগ্রামে পাঁচটি বিশেষায়িত (তাখাসসুস) বিভাগ থাকছে- দাওয়াহ ও তুলনামূলক ধর্মতত্ত্ব, কোরআনিক সায়েন্স ও তাফসির, ফিকহ ও ইফতা, ইসলামি অর্থনীতি এবং ইসলামের ইতিহাস। এর আগে প্রতিষ্ঠানটি ‘পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ইসলামিক দাওয়াহ’-এর দুটি কোর্স সফলভাবে সম্পন্ন করেছে।
আরও পড়ুন: আস-সুন্নাহর উদ্যোগে 'রেমিট্যান্স যোদ্ধাদের গাইডলাইন' শীর্ষক কর্মশালা
কর্তৃপক্ষ জানায়, প্রথম বর্ষে সকল শিক্ষার্থীর জন্য একটি যৌথ প্রস্তুতিমূলক পাঠ্যক্রম থাকবে। এতে উলুমুল কোরআন, উলুমুল হাদিস ও ফিকহের পাশাপাশি ইংরেজি, গণিত, সাধারণ বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞান ও কম্পিউটার বিষয়ে মৌলিক শিক্ষা দেওয়া হবে। দ্বিতীয় বর্ষ থেকে শিক্ষার্থীরা ফলাফলের ভিত্তিতে নির্ধারিত বিভাগে উচ্চতর গবেষণার সুযোগ পাবেন।
আবাসন ও খাবারসহ শিক্ষা কার্যক্রম বিনামূল্যে পরিচালিত হবে। এছাড়া কম্পিউটার ল্যাব, গ্রুপ ডিসকাশন ও মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তির ব্যবস্থাও থাকবে।
আরও পড়ুন: এবারও হজ প্রশিক্ষণের আয়োজন করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন
ভর্তির জন্য প্রার্থীদের তাকমিল, ফাজিল-কামিল অথবা এ্যারাবিক/ইসলামিক স্টাডিজে অনার্স-মাস্টার্স বা সমমানের পরীক্ষায় ন্যূনতম ৭০ শতাংশ নম্বরপ্রাপ্ত হতে হবে। আবেদনের শেষ সময় ২৩ ফেব্রুয়ারি ২০২৬। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৬ ফেব্রুয়ারি।
আগ্রহীরা গুগল ফর্মের মাধ্যমে আবেদন করতে পারবেন।
যোগাযোগ: +৮৮০ ১৯৫৮-২৭৭৬৬৮
ঠিকানা: প্লট-৬২, ৬৪, ব্লক-এ, রোড-৩, আফতাবনগর, ঢাকা।