গত কয়েক বছরের ধাবাহিকতায় এবারও আস-সুন্নাহ ফাউন্ডেশন ঢাকা ও চট্টগ্রামে হজ প্রশিক্ষণের আয়োজন করতে যাচ্ছে। সোমবার (১৪ এপ্রিল) সংস্থাটির প্রতিষ্ঠাতা এবং বিশিষ্ট দাঈ শায়খ আহমাদুল্লাহ এই তথ্য জানিয়েছেন।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে শায়খ আহমাদুল্লাহ লিখেন-
বিজ্ঞাপন
আপনি যে এজেন্সির সাথেই হজে যান না কেন, আমরা চাই আপনার হজ সহজ, সুন্দর ও মাবরুর হয়ে উঠুক। সেই উদ্দেশ্যকে সামনে রেখে বিগত বছরগুলোর মতো এবারও আমরা আয়োজন করতে যাচ্ছি আস-সুন্নাহ ফাউন্ডেশন হজ প্রশিক্ষণ কর্মশালা ২০২৫।
এ আয়োজনে ঢাকা এবং চট্টগ্রাম—দুই ভেন্যুতে দিনব্যাপী হজ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
ঢাকা: কৃষিবিদ ইনস্টিটিউট, কৃষি খামার সড়ক, ফার্মগেট, ঢাকায় আগামী ১ মে, ২০২৫; বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
চট্টগ্রাম: ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, শহীদ সাইফুদ্দিন খালেদ রোড, চট্টগ্রামে আগামী ৩ মে, ২০২৫; শনিবার সকাল ৯টা থেকে দুপুর ৪টা পর্যন্ত।
বিজ্ঞাপন
প্রাসঙ্গিক জ্ঞাতব্য:
· হজ, উমরা ও মদিনা জিয়ারতের পূর্ণাঙ্গ কাজ ও পদ্ধতি প্রেজেন্টেশনের মাধ্যমে বিস্তারিত দেখানো হবে।
· প্রজেক্টরের মাধ্যমে নারীদের জন্যও প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে।
· স্ন্যাকসের ব্যবস্থা থাকবে।
· হজে সর্বদা সাথে রাখার জন্য একটি সংক্ষিপ্ত হজ গাইড প্রদান করা হবে৷
· প্রশিক্ষণে অংশগ্রহণ করতে কোনো ফি প্রদান করতে হবে না।
আগ্রহী হাজীগণ গুগল ফরম পূরণ করুন: https://forms.gle/ooWpbfpbPSZYacBv6
আস-সুন্নাহর পক্ষ থেকে জানানো হয়েছে, যাদের আবেদন গৃহীত হবে, তাদেরকে ফোনে অথবা এসএমএসে জানিয়ে দেওয়া হবে।
জেবি