ধর্ম ডেস্ক
১২ জানুয়ারি ২০২৬, ০৭:৪৪ পিএম
সন্তান মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে এক অমূল্য নেয়ামত ও পবিত্র আমানত। দুনিয়ার জীবনে সন্তান যেমন বাবা-মায়ের চোখের প্রশান্তি, তেমনি পরকালেও তারা হতে পারে সাদাকায়ে জারিয়া বা অফুরন্ত সওয়াবের উৎস। প্রতিটি বাবা-মা স্বপ্ন দেখেন তাদের সন্তান হবে সৎ, চরিত্রবান এবং আদর্শ মানুষ। কিন্তু বর্তমান এই ফিতনার যুগে সন্তানকে সঠিক পথে পরিচালনা করা অত্যন্ত চ্যালেঞ্জিং। তাই সন্তানের সঠিক লালন-পালনের চেষ্টার পাশাপাশি মহান আল্লাহর কাছে কায়মনোবাক্যে দোয়া করা মুমিনের অন্যতম হাতিয়ার।
পবিত্র কোরআনে আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে আমাদের শিখিয়েছেন কীভাবে নেক সন্তানের জন্য প্রার্থনা করতে হয়। নিচে এমন তিনটি কোরআনে বর্ণিত ও নবীদের আমলকৃত দোয়া তুলে ধরা হলো।
হজরত ইবরাহিম (আ.) বার্ধক্য বয়সেও নেক সন্তানের আশা ছাড়েননি। তিনি আল্লাহর কাছে বিনয়ের সঙ্গে যেভাবে দোয়া করেছিলেন, তা আল্লাহ কবুল করেছিলেন।
দোয়া: رَبِّ هَبۡ لِیۡ مِنَ الصّٰلِحِیۡنَ
উচ্চারণ: ‘রাব্বি হাবলি মিনাস সলিহিন।’
অর্থ: ‘হে আমার প্রতিপালক! আমাকে নেককার সন্তান দান করুন।’ (সুরা সফফাত: ১০০)
আরও পড়ুন: আল্লাহর ক্ষমা ও বরকতময় জীবন লাভের বিশেষ দোয়া
হজরত জাকারিয়া (আ.) আল্লাহর কাছে পূতপবিত্র সন্তানের জন্য এই দোয়াটি করেছিলেন। নিঃসন্তান দম্পতিদের জন্য এটি অত্যন্ত কার্যকর ও বরকতময় একটি দোয়া।
দোয়া: رَبِّ هَبْ لِي مِن لَّدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً إِنَّكَ سَمِيعُ الدُّعَاء
উচ্চারণ: ‘রাব্বি হাবলি মিল্লাদুনকা যুরিরয়্যাতান ত্বাইয়্যিবাহ, ইন্নাকা সামিউদ দুআ।’
অর্থ: ‘হে আমাদের প্রতিপালক! তোমার পক্ষ থেকে আমাকে পূতপবিত্র সন্তান দান করুন। নিশ্চয়ই আপনি প্রার্থনা কবুলকারী।’ (সুরা আলে ইমরান: ৩৮)
এটি এমন একটি পূর্ণাঙ্গ দোয়া, যা শুধু সন্তান কামনাই নয়, বরং স্ত্রী-সন্তানদের মাধ্যমে পারিবারিক প্রশান্তি এবং তাকওয়াবানদের নেতৃত্ব লাভের জন্যও করা হয়।
দোয়া: رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا
উচ্চারণ: ‘রব্বানা হাবলানা মিন আযওয়াজিনা ওয়া যুররিইয়্যাতিনা কুররতা আ‘ইউনিন, ওয়া জ‘আল্না লিল মুত্তাকীনা ইমামা।’
অর্থ: ‘হে আমাদের প্রতিপালক! আপনি আমাদের এমন স্ত্রী ও সন্তান দান করুন, যারা আমাদের চোখ জুড়িয়ে দেয়। আর আমাদেরকে মুত্তাকি লোকদের নেতা বানিয়ে দিন।’ (সুরা ফুরকান: ৭৪)
আরও পড়ুন: প্রতিদিনের প্রয়োজনীয় ৪০ দোয়া
নেককার সন্তান দুনিয়া ও আখেরাত উভয় জাহানের শান্তির কারণ। রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘যখন মানুষ মৃত্যুবরণ করে তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় তিন প্রকার আমল ছাড়া। ১. সদকায়ে জারিয়া ২. এমন ইলম যার দ্বারা উপকার হয় ৩. পুণ্যবান সন্তান যে তার জন্যে দোয়া করতে থাকে।’ (সহিহ মুসলিম: ১৬৩১)
তবে মনে রাখতে হবে, শুধু দোয়া করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না; দোয়ার পাশাপাশি সন্তানকে দ্বীনি শিক্ষা, উত্তম আদব-কায়দা এবং হালাল রিজিক দিয়ে বড় করার সর্বাত্মক প্রচেষ্টাও চালাতে হবে। দোয়ার বরকত এবং সঠিক শিক্ষাদানের সমন্বয়েই গড়ে ওঠে আদর্শ প্রজন্ম।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে চক্ষুশীতলকারী নেক সন্তান দান করুন এবং তাদের দ্বীনের পথে কবুল করুন। আমিন।