ধর্ম ডেস্ক
০৭ জানুয়ারি ২০২৬, ০৯:২৪ পিএম
নামাজ ইসলাম ধর্মের অন্যতম প্রধান স্তম্ভ। প্রতিটি প্রাপ্তবয়স্ক মুসলমানের ওপর দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ। নামাজ সহিহ বা শুদ্ধ হওয়ার জন্য শরীর, কাপড় এবং নামাজের স্থান পবিত্র হওয়া অপরিহার্য। এ কারণেই পবিত্র কোরআন ও হাদিসে পবিত্রতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।
তবে দৈনন্দিন জীবনযাপন, ভ্রমণ কিংবা কর্মক্ষেত্রে অনেক সময় এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়, যেখানে নামাজের স্থান নাপাক থাকে বা এর পবিত্রতা নিয়ে সন্দেহ দেখা দেয়। এমন অবস্থায় নামাজ আদায়ের বিধান কী, এ বিষয়ে ইসলামি ফিকহে সুস্পষ্ট দিকনির্দেশনা রয়েছে।
ইসলামি শরিয়তের বিধান হলো- যদি কোনো স্থান বা জমিন নাপাক হয়, তবে তার ওপর পবিত্র কাপড়, চাদর বা জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করা জায়েজ। এতে নামাজের কোনো ক্ষতি হয় না।
মূলনীতি হলো- মুসল্লির শরীর এবং যে স্থানে সে দাঁড়িয়ে সেজদা করছে, অর্থাৎ জায়নামাজ বা বিছানো কাপড়, তা অবশ্যই পবিত্র হতে হবে। নিচের মাটি বা মেঝে নাপাক হলেও সমস্যা নেই, যদি নাপাকির কোনো প্রভাব- যেমন রং, দুর্গন্ধ বা আর্দ্রতা ওই পবিত্র কাপড়ের ওপর প্রকাশ না পায়।
আরও পড়ুন: অপবিত্র তোশক ও কম্বল পবিত্র করার শরয়ি বিধান
ফিকহ শাস্ত্রের নির্ভরযোগ্য গ্রন্থসমূহে এ বিষয়ে স্পষ্ট ফতোয়া পাওয়া যায়। বিখ্যাত ফিকহ গ্রন্থ আল-বাহরুর রায়েকে বলা হয়েছে- ‘যদি নাপাক জমিনের ওপর পবিত্র কাপড় বিছানো হয় এবং তার ওপর নামাজ পড়া হয়, তবে তা জায়েজ হবে।’ (আল বাহরুর রায়েক: ১/২৬৮) এছাড়া ফতোয়ায়ে শামিতেও একই বিধান উল্লেখ করা হয়েছে। (ফতোয়ায়ে শামি: ১/৬২৬)
১. ইসলামের সহজতা: ইসলাম মানুষের সাধ্যের বাইরে কোনো বিধান চাপিয়ে দেয় না। ভ্রমণ বা অপরিচ্ছন্ন পরিবেশে নামাজের সময় হলে একটি পবিত্র জায়নামাজ বা কাপড়ই যথেষ্ট।
২. পবিত্রতার গুরুত্ব: নামাজ আদায়ের ক্ষেত্রে পবিত্র আবরণ ব্যবহার করার মাধ্যমে আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর শিষ্টাচার ও মর্যাদা রক্ষা করা হয়।
অতএব, মেঝে বা জমিন নাপাক হওয়ার অজুহাতে নামাজ কাজা করা বা ছেড়ে দেওয়া উচিত নয়। সঙ্গে থাকা জায়নামাজ, চাদর বা পরিষ্কার কাপড় বিছিয়ে নিলেই সেই স্থান নামাজের জন্য উপযুক্ত হয়ে যায়।
আল্লাহ তাআলা আমাদের যথাসময়ে ও সঠিক নিয়মে নামাজ আদায়ের তাওফিক দান করুন। আমিন।