images

ইসলাম

আল্লাহর রাগ কমাতে চান? এই আমলগুলো করুন

ধর্ম ডেস্ক

০৩ নভেম্বর ২০২৫, ০৮:৫৭ পিএম

আল্লাহ তাআলা পরম দয়ালু ও ক্ষমাশীল। তবে বান্দার কিছু গুরুতর গুনাহ যেমন শিরক, মা-বাবাকে কষ্ট দেওয়া, মুমিনদের হত্যা করা, দোয়া না করা ইত্যাদির কারণে তিনি ক্রোধান্বিত হন। আল্লাহর রহমত লাভ ও তাঁর ক্রোধ থেকে বাঁচতে কিছু বিশেষ আমল কোরআন-হাদিসে বর্ণিত হয়েছে।

১. মানুষের ওপর রাগ সংবরণ করা

আল্লাহ তাআলা বলেন, ‘যারা সচ্ছলতায় ও অভাবের সময় ব্যয় করে, যারা নিজেদের রাগকে সংবরণ করে আর মানুষকে ক্ষমা করে, বস্তুত আল্লাহ সৎকর্মশীলদেরকেই ভালোবাসেন।’ (সুরা আলে ইমরান: ১৩৪)

রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘যে ব্যক্তি নিজের ক্রোধ চরিতার্থ করার ক্ষমতা থাকা সত্ত্বেও তা সংবরণ করে, আল্লাহ তাকে কেয়ামতের দিন সমগ্র সৃষ্টির সামনে ডেকে আনবেন এবং জান্নাতের যেকোনো হুর নিজের ইচ্ছামতো বেছে নেওয়ার অধিকার দান করবেন।’ (ইবনে মাজাহ: ৪১৮৬)। প্রিয়নবী (স.) আরও বলেন, ‘আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বান্দার ক্রোধ সংবরণে যে মহান প্রতিদান রয়েছে, তা অন্য কিছুতে নেই।’ (ইবনে মাজাহ: ৪১৮৯)

২. গোপনে সদকা করা

রাসুলুল্লাহ (স.) বলেন, ‘নিশ্চয় গোপন সদকা রবের ক্রোধকে প্রশমিত করে’ (তাবারানি: ১০১৮; তারগিব: ৮৮৮)

আরও পড়ুন: দান-সদকার যে প্রতিদান দুনিয়াতে দেওয়া হয়

৩. মা-বাবাকে সন্তুষ্ট রাখা

নবীজি (স.) ইরশাদ করেন, ‘মা-বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি আর মা-বাবার অসন্তুষ্টির মধ্যে আল্লাহর অসন্তুষ্টি।’ (তিরমিজি: ১৮৯৯)

৪. নিয়মিত দোয়া করা

রাসুলুল্লাহ (স.) বলেছেন,  ‘যে আল্লাহকে ডাকে না আল্লাহ তার প্রতি ক্রোধান্বিত হন।’ (তিরমিজি: ৩৩৭৩) অন্য হাদিসে এসেছে, ‘মহান আল্লাহর কাছে দোয়ার চেয়ে অধিক সম্মানিত কোনো কিছু নেই।’ (ইবনে মাজাহ: ৩৮২৯)

আরও পড়ুন: দোয়ার অপার শক্তি, বান্দার প্রতিটি ডাকে আল্লাহর সাড়া

৫. সৃষ্টির প্রতি দয়া প্রদর্শন

নবী করিম (স.) বলেন, ‘আল্লাহ তাআলা দয়ালুদের প্রতি দয়া করেন। তোমরা জমিনে যারা বসবাস করছে তাদের প্রতি দয়া করো, তাহলে যিনি আসমানে আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন।’ (সুনানে আবু দাউদ: ৪৯৪১)

৬. বিশেষ দোয়া পাঠ

আল্লাহর ক্রোধ থেকে বাঁচাতে প্রিয়নবী (স.) প্রিয় উম্মতকে বিশেষ দোয়া শিখিয়েছেন। দোয়াটি হলো— اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ زَوَالِ نِعْمَتِكَ وَتَحَوُّلِ عَافِيَتِكَ وَفُجَاءَةِ نِقْمَتِكَ وَجَمِيعِ سَخَطِكَ ‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন জাওয়ালি নি‘মাতিকা ওয়া তাহবিলি আফিয়াতিকা ওয়া ফুজাআতি নিকমাতিকা ওয়া জামি‘য়ি সাখাতিকা’ অর্থ: ‘হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই আপনার নিয়ামতের বিলুপ্তি, আপনার অনুকম্পার পরিবর্তন, আকস্মিক শাস্তি এবং আপনার সমস্ত ক্রোধ থেকে।’ আবদুল্লাহ ইবনে ওমর (রা.) বলেন, রাসুলুল্লাহ (স.)-এর বিভিন্ন দোয়ার মধ্যে এটি অন্যতম। (আবু দাউদ: ১৫৪৫)

আল্লাহ তাআলা তাঁর রহমতকে রাগের ওপর প্রাধান্য দিয়েছেন। হাদিসে কুদসিতে এসেছে- ‘আমার রহমত আমার রাগকে অতিক্রম করেছে।’ (বুখারি, মুসলিম, মেশকাত: ২৩৬৪) অতএব, আল্লাহর ক্রোধ থেকে বাঁচতে উল্লিখিত আমলগুলো নিয়মিত পালন করা উচিত। আল্লাহ আমাদের সবাইকে তাঁর সন্তুষ্টি অর্জনের তাওফিক দান করুন। আমিন।