ধর্ম ডেস্ক
২৩ জুলাই ২০২৫, ০৪:২০ পিএম
ইসলামে মানব জীবন অত্যন্ত পবিত্র ও মূল্যবান। আল্লাহ তাআলা মানবজীবনের সংরক্ষণকে অন্যতম গুরুত্বপূর্ণ উদ্দেশ্য (مقاصد الشريعة) হিসেবে নির্ধারণ করেছেন। অন্যের জীবন রক্ষা করতে গিয়ে মৃত্যুবরণ করলে শরিয়তে এর মর্যাদা অপরিসীম। নিম্নে এর বিস্তারিত দলিল-প্রমাণ উপস্থাপন করা হলো।
وَمَنْ أَحْيَاهَا فَكَأَنَّمَا أَحْيَا النَّاسَ جَمِيعًا ‘যে ব্যক্তি একজন প্রাণকে বাঁচায়, সে যেন সমস্ত মানবজাতিকে বাঁচাল।’ (সুরা মায়েদা: ৩২) ইবনে কাসির (রহ.) বলেন, ‘এ আয়াত দ্বারা প্রমাণিত হয় যে, জীবন রক্ষার কাজ সমগ্র মানবতার সেবার সমতুল্য।’ (তাফসির ইবনে কাসির: ৩/১৯৮)
আরও পড়ুন: আগুনে পুড়ে মৃত্যু: যে মর্যাদা ঘোষণা করেছে ইসলাম
ক সাধারণ শহীদের মর্যাদা প্রসঙ্গে: مَنْ قُتِلَ دُونَ مَالِهِ فَهُوَ شَهِيدٌ ‘যে ব্যক্তি তার সম্পদ রক্ষার্থে নিহত হয়, সে শহীদ।’ (মুসলিম, তিরমিজি: ১৪২১) ইমাম নববি (রহ.) বলেন, ‘এ হাদিসের ব্যাপক অর্থে যেকেউ ন্যায্য অধিকার বা অন্যের জীবন রক্ষায় নিহত হয়, সে শহীদের মর্যাদা পাবে।’ (শারহু মুসলিম: ১৩/৩২)
খ মানবসেবার ফজিলত প্রসঙ্গে: السَّاعِي عَلَى الأَرْمَلَةِ وَالْمِسْكِينِ كَالْمُجَاهِدِ فِي سَبِيلِ اللَّهِ أَوْ كَالَّذِي يَصُومُ النَّهَارَ ‘বিধবা ও মিসকিনদের ভরণ-পোষণের জন্য চেষ্টারত ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ বা সারাদিন সিয়াম পালনকারীর সমান সওয়াবের অধিকারী...।’ (তিরমিজি: ১৯৬৯) এই হাদিস প্রমাণ করে- অন্যের জীবন রক্ষা করতে গিয়ে মৃত্যু হলে তা অনেক বড় মর্যাদার মৃত্যু।
আরও পড়ুন: মানুষের উপকার করার ফজিলত
ইসলামের সকল মাজহাবের ঐকমত্য হলো- আল্লাহর সন্তুষ্টির জন্য মানবজীবন রক্ষার্থে শরিয়তসম্মত পদ্ধতিতে কাজ করতে গিয়ে কেউ মারা গেলে শহীদের মর্যাদা পাবেন। কারণ তারা আল্লাহর জন্যই জীবন উৎসর্গ করেছেন। এমন ব্যক্তিদের জন্য রয়েছে জান্নাতের ওয়াদা- ‘নিশ্চয়ই আল্লাহ মুমিনদের থেকে তাদের জান ও মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে।’ (সুরা তাওবা: ১১১)