রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে আঘাত হানে। এ ঘটনায় বহু কোমলমতি শিক্ষার্থী ও সাধারণ মানুষ আহত ও নিহত হয়েছেন। প্রাথমিকভাবে ২৮ জনকে জাতীয় বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে এবং দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
এই মর্মান্তিক দুর্ঘটনায় সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবার-পরিজনের মর্মবেদনা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তবে ইসলামে এমন দুর্ঘটনায় মৃত্যুবরণকারীদের জন্য রয়েছে সুসংবাদ।
বিজ্ঞাপন
শাহাদাতের মর্যাদা
রাসুলুল্লাহ (স.) আগুনে পুড়ে মারা যাওয়া ব্যক্তিকে শহীদ বলে আখ্যা দিয়েছেন। হাদিসে বর্ণিত হয়েছে— আবদুল্লাহ ইবনে জাবের (রা.) তাঁর বাবার সূত্রে বর্ণনা করেন, রাসুলুল্লাহ (স.) জাবের (রা.)-কে তাঁর রোগশয্যায় দেখতে গেলেন। তখন নারীরা কাঁদতে কাঁদতে বলছিল, ‘আমরা মনে করেছিলাম, আপনি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে মৃত্যুবরণ করবেন।’
আরও পড়ুন: দুর্ঘটনা-অগ্নিকাণ্ডে মৃত ব্যক্তিরা শহীদ
নবীজি (স.) বললেন, ‘আল্লাহর রাস্তায় শহীদ না হলে তোমরা কাউকে শহীদ মনে করো না? তাহলে তো শহীদের সংখ্যা অতি অল্প হবে! আল্লাহর রাস্তায় নিহত ব্যক্তি শহীদ, পেটের পীড়ায় মৃত ব্যক্তি শহীদ, আগুনে পুড়ে মৃত ব্যক্তি শহীদ, পানিতে ডুবে মৃত ব্যক্তি শহীদ, কোনো কিছুর নিচে চাপা পড়ে মৃত ব্যক্তি শহীদ, নিউমোনিয়াজাতীয় কঠিন রোগে মৃত ব্যক্তি শহীদ এবং যে নারী গর্ভাবস্থায় মৃত্যুবরণ করে, সেও শহীদ।’ (আবু দাউদ: ৩১১১, ইবনে মাজাহ: ২৮০৩)
বিজ্ঞাপন
আল্লাহর রহমত ও শিক্ষা
মহান আল্লাহ অত্যন্ত দয়ালু। মানুষের মৃত্যু অবধারিত, কিন্তু কোনো দুর্ঘটনা বা কঠিন রোগে মৃত্যুবরণ করলে তিনি তাকে শহীদের মর্যাদা দান করেন। এটি তাঁর অসীম অনুগ্রহের প্রকাশ।
আল্লাহ তাআলা এই দুর্ঘটনায় নিহত সবাইকে শহীদের মর্যাদা দান করুন, আহতদের দ্রুত সুস্থতা দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গকে ধৈর্য ও সান্ত্বনা দান করুন। আমিন।

