ধর্ম ডেস্ক
২২ জুলাই ২০২৫, ০১:০২ পিএম
মানুষের জীবনে নিজের সন্তানের মৃত্যুর চেয়ে বড় দুঃখ আর কিছুই নেই। এই মর্মান্তিক শোকে ধৈর্য ধারণ করা অত্যন্ত কঠিন, কিন্তু ইসলাম এতে অফুরান্ত সওয়াব ও সান্ত্বনার বার্তা দিয়েছে। নবীজি (স.)-এর হাদিসমতে, শোকাহত মা-বাবার জন্য রয়েছে জান্নাতের অগণিত নেয়ামতের প্রতিশ্রুতি।
১. জান্নাতই একমাত্র প্রতিদান
রাসুলুল্লাহ (স.) বলেছেন, আল্লাহ বলেন, ‘আমার মুমিন বান্দা যদি তার প্রিয় সন্তানকে হারিয়ে ধৈর্য ধরে ও সওয়াবের আশা করে, তবে আমি তাকে জান্নাত দান করব।’ (সহিহ বুখারি: ৬৪২৪)
২. জান্নাতে ‘বায়তুল হামদ’ (প্রশংসাভবন)
সন্তানের মৃত্যুতে যে ব্যক্তি ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’ পড়ে এবং আল্লাহর প্রশংসা করে, তার জন্য জান্নাতে বিশেষ প্রাসাদ তৈরি করা হয়। (সুনানে তিরমিজি: ১৩৯৫)
৩. সন্তানরা জান্নাতের দরজায় অপেক্ষা করবে
শিশু সন্তানরা জান্নাতের প্রজাপতির মতো। তারা তাদের মা-বাবার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। (সহিহ মুসলিম: ৬৩৭০)
আরও পড়ুন: আগুনে পুড়ে মৃত্যু: যে মর্যাদা ঘোষণা করেছে ইসলাম
৪. আখেরাতেই আসল মিলন
নবীজি (স.) এক শোকাহত পিতাকে সান্ত্বনা দিয়ে বললেন, ‘তোমার সন্তান জান্নাতের দরজায় তোমার জন্য অপেক্ষা করছে। সে তোমাকে সেখানে স্বাগত জানাবে।’ (সুনানে নাসায়ি: ২০৯০)
শিশুরা নিষ্পাপ। তারা মৃত্যুর পরই জান্নাতে প্রবেশ করে এবং সেখানে ইবরাহিম (আ.)-এর সঙ্গী হয়। (সহিহ বুখারি: ৪২৯) আল্লাহ আমাদের সন্তানদের হেফাজত করুন। যারা সন্তান হারিয়েছেন, তাদের ধৈর্য দান করুন এবং আখেরাতে জান্নাতে পুনর্মিলনের ব্যবস্থা করুন। আমিন।