images

ইসলাম

হত্যাকারীরা সাবধান! আজহারীর সতর্কবার্তা

ঢাকা মেইল ডেস্ক

১৪ জুলাই ২০২৫, ১২:৫১ পিএম

জনপ্রিয় ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারী ফেসবুক স্ট্যাটাসে জুলুম ও অবিচারের পরিণতি সম্পর্কে কোরআন ও হাদিসের কঠোর সতর্কবার্তা শেয়ার করেছেন। তিনি সুরা আশ-শুরার ৪২ নং আয়াত উদ্ধৃত করে লিখেছেন, ‘যারা মানুষের ওপর জুলুম করে এবং পৃথিবীতে অন্যায়ভাবে বিদ্রোহাচরণ করে বেড়ায়, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি।’

পোস্টটির সাথে তিনি একটি ছবিও যুক্ত করেন, যেখানে দুটি গভীর তাৎপর্যময় হাদিস তুলে ধরা হয়, যা অন্যায়ভাবে হত্যা এবং কেয়ামতের দিনে মানুষহত্যার বিচারের ভয়াবহতা স্মরণ করিয়ে দেয়। হাদিস দুটি হলো—

১. রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘কেয়ামতের দিন সর্বপ্রথম হত্যার বিচার হবে।’ (সহিহ বুখারি: ৬৫৩৩)

আরও পড়ুন: ইরান-ইসরায়েল ইস্যুতে নবীজির দোয়া স্মরণ করলেন আজহারী

২. ‘কেয়ামতের দিন নিহত ব্যক্তি নিজ হাতে তার হত্যাকারীকে চুল ও মাথা ধরে নিয়ে আসবে। তার ঘাড়ের রগ থেকে রক্ত বের হতে থাকবে। সে বলবে, ‘হে আমার প্রতিপালক! এ লোক আমাকে হত্যা করেছে।’ (সুনানে তিরমিজি: ৩০২৯)

এই পোস্টে আজহারী সমাজে ক্রমবর্ধমান অবিচার, হত্যা ও সহিংসতার বিরুদ্ধে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সতর্ক করেছেন। প্রায়সময় তিনি মানবাধিকার ও ন্যায়বিচারের গুরুত্ব এবং জুলুমের পরিণতি নিয়ে মানুষকে সতর্ক করে থাকেন। 

আরও পড়ুন: কিসাসই হত্যাকারীদের সমাধান: শায়খ আহমাদুল্লাহ

মিজানুর রহমান আজহারীর এই বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে শেয়ার ও আলোচিত হচ্ছে। অনেক ব্যবহারকারী এটিকে বর্তমান সময়ে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য একটি গুরুত্বপূর্ণ অনুস্মারক হিসেবে দেখছেন।