ধর্ম ডেস্ক
১৫ জুন ২০২৫, ০১:২৩ পিএম
সৌদি আরবে হজের আনুষ্ঠানিক কার্যক্রম সমাপ্ত হওয়ার পর দেশটির হজ ও ওমরা মন্ত্রণালয় আবারও ওমরা কার্যক্রম চালু করেছে। এবারের (২০২৫ সালের) ওমরার আবেদন প্রক্রিয়া যেমন অনলাইন আবেদন, নিবন্ধন এবং অনুমতির পদ্ধতি অনেক সহজ ও প্রযুক্তিনির্ভর করা হয়েছে। নিচে ধাপে ধাপে ওমরার আবেদন করার প্রক্রিয়া তুলে ধরা হলো।
ওমরা পালনের জন্য অবশ্যই একটি বৈধ ওমরা ভিসা থাকতে হবে। এর জন্য দুটি মূল উপায় রয়েছে: ক. ওমরা এজেন্সির মাধ্যমে ভিসা আবেদন খ. নুসুক (Nusuk) প্ল্যাটফর্ম থেকে সরাসরি আবেদন (যেসব দেশের জন্য অনুমোদিত)
সৌদি সরকারের অফিসিয়াল ওমরা অ্যাপ নুসুক (https://www.nusuk.sa) এ গিয়ে নিবন্ধন করতে হবে। অ্যাপে নিচের তথ্য দিতে হয়-
আরও পড়ুন: ‘নুসুক’ অ্যাপে ওমরার আবেদন শুরু, হজের সব নিষেধাজ্ঞা প্রত্যাহার
নতুন নিয়মে ওমরা ও মসজিদে নববি জিয়ারতের জন্য আলাদা করে সময় নির্ধারণ করে অনুমতি নিতে হয়। নুসুক অ্যাপ থেকেই নির্দিষ্ট সময় ও তারিখ নির্বাচন করে এই পারমিট ইস্যু করতে হয়।
নিবন্ধনের সময়ই হোটেল বুকিং ও ট্রান্সপোর্টের ব্যবস্থা করার অপশন দেওয়া হয়। চাইলে অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমেও ব্যবস্থা নেওয়া যাবে।
বর্তমানে কোভিড-১৯ সংক্রান্ত নিষেধাজ্ঞা না থাকলেও সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় ওমরার সময় কিছু নিয়ম মেনে চলার নির্দেশ দিয়ে থাকে। যেমন- ইহরাম পালন ও তাওয়াফে স্বাস্থ্যবিধি, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের জন্য গাইডলাইন।
আরও পড়ুন: ওমরার সওয়াব ও নানা উপকার
https://www.nusuk.sa – অফিসিয়াল নুসুক ওয়েবসাইট
https://visa.mofa.gov.sa – সৌদি ভিসা পোর্টাল
সৌদি সরকার আশা করছে, ডিজিটাল ব্যবস্থাপনার মাধ্যমে এবার আরও স্বচ্ছ ও নিরাপদভাবে মুসল্লিরা ওমরা পালন করতে পারবেন। তাই আগ্রহীরা এখনই আবেদন প্রক্রিয়া শুরু করে প্রস্তুতি নিতে পারেন।
সূত্র: সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়, সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)