ধর্ম ডেস্ক
০৬ জুন ২০২৫, ০৪:৪৩ পিএম
হজের ফরজ রোকন তাওয়াফে ইফাদা বা তাওয়াফে জিয়ারাহ আদায়ে ব্যস্ত বিশ্বের নানা প্রান্ত থেকে আসা লাখো হাজি। মক্কায় চলমান তীব্র গরমেও আল্লাহর এই মহান নির্দেশ পালন করতে দেখা যায় তাদের; কারও মাথায় ছাতা, কারও হাতে পানি, আবার কেউবা হুইলচেয়ারে বসে পরিবারসহ কাবার চারপাশে ঘুরছেন গভীর এক আনুগত্য ও ইবাদতের আবহে।
এই হৃদয়ছোঁয়া দৃশ্য ধারণ করেছে পবিত্র দুই মসজিদের সংবাদমাধ্যম ইনসাইড দ্য হারামাইন। তাদের প্রকাশিত ভিডিওতে দেখা যায়—তীব্র রোদের মধ্যেও হাজিরা ছাতা মাথায় কাবা শরিফ ঘিরে তাওয়াফ করছেন, কেউ কেউ কাঁদছেন, দোয়া করছেন। মূলত তীব্র গরম থেকে রক্ষা পেতে এবং হিটস্ট্রোকের ঝুঁকি কমাতে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় হাজিদের ছাতা ব্যবহারের পরামর্শ দিয়েছে।
আরও পড়ুন: হজের ফরজ, ওয়াজিব ও সুন্নতসমূহ
এটি হজের ফরজ রুকন। আদায় না করলে হজ শুদ্ধ হয় না। নারীদের জন্যও এটি ফরজ, তবে হায়েজ হলে পবিত্রতার পর আদায় করবেন। কেউ আগে সাঈ না করলে, এই তাওয়াফের পর সাঈ করতে হবে।
এই তাওয়াফ না করলে যত দমই দেওয়া হোক হজ আদায় হবে না। অধিক অসুস্থতার কারণে পায়ে হেঁটে তাওয়াফ করতে না পারলে হুইল চেয়ার বা অন্য যেকোনো পদ্ধতিতে এই তাওয়াফ করতে হবে। কাউকে দিয়ে বদলী করানোরও সুযোগ নেই। ১০ থেকে ১২ তারিখ সূর্যাস্তের মধ্যে তাওয়াফে ইফাদা সম্পন্ন করা ওয়াজিব। বিনা ওজরে বিলম্ব করলে দম ওয়াজিব হয়। (বুখারি: ১/২২১; মানাসিক, মোল্লা আলি কারি: ২৩২, ৩৪৮; সহিহ মুসলিম: ১/৪১৩; মুসনাদে আহমদ: ৩/৩১৭; মুসান্নাফ ইবনে আবি শাইবা: ৮/১৩২; আলমুহিতুল বুরহানি: ৩/৩৯৫, ৪৪৯; বাদায়েউস সানায়ে: ২/৩১১-৩১৬)
চলতি বছরের হজে মক্কার তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। এই পরিস্থিতিতে ছাতা, পানির বোতল, মুখোশ ও সানগ্লাস—হাজিদের জন্য ছিল বাধ্যতামূলক সহায়ক সামগ্রী। সৌদি হজ কর্তৃপক্ষ মসজিদুল হারামের ভেতরে ও বাইরে ঠান্ডা পানি, ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা, ছায়াযুক্ত ছাউনি এবং পর্যাপ্ত নিরাপত্তা বাহিনীর ব্যবস্থা রেখেছে। বিশেষ করে বৃদ্ধ, নারী ও শিশুদের জন্য আলাদা সেবা নিশ্চিত করা হয়েছে।
আরও পড়ুন: নারীরা কি স্বামীর টাকায় ফরজ হজ করতে পারবেন?
হজ শুধু শারীরিক আমল নয়, বরং তা আত্মিক শুদ্ধি, আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য ও ত্যাগের প্রতীক। তাওয়াফ আল-ইফাদা হলো সেই আত্মত্যাগের উচ্চতম প্রকাশ, যেখানে একজন মুসলমান কাবার চারপাশে ঘুরে বলেন- ‘লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক...’ আমি হাজির, হে আল্লাহ, তোমার ডাকে সাড়া দিতে এসেছি!
তাওয়াফের ভিডিও দেখুন এই লিংকে : তাওয়াফে ইফাদা ২০২৫ (হজের দিন)