images

ইসলাম

কাবাঘর দেখার সময় নবীজি (স.) যে দোয়া পড়তেন

ধর্ম ডেস্ক

১৬ মে ২০২৫, ১০:৩৪ পিএম

মক্কা মোকাররমায় এসে পবিত্র কাবাঘর দর্শন মুসলিমদের জন্য অত্যন্ত আবেগঘন একটি মুহূর্ত। এই সময়ে রাসুলুল্লাহ (স.) একটি বিশেষ দোয়া পড়তেন, যা মুসলিম উম্মাহর জন্য অনুসরণীয়।

কাবাঘর দেখে দোয়া (আরবি)

 اَللهُمَّ زِدْ هَذَا الْبَيْتَ تَعْظِيْمًا وَ تَشْرِيْفًا وَ تَكْرِيْمًا وَ مَهَابَةً وَ زِدْ مَنْ شَرَّفَهُ وَ كَرَّمَهُ مِمَّنْ حَجَّهُ اَوِ اعْتَمَرَهُ تَشْرِيْفًا وَ تَكْرِيْمًا وَ تَعْظِيْمًا وَ بِرًّا

উচ্চারণ : আল্লাহুম্মা যিদ হাজাল বাইতা তাজিমান ওয়া তাশরিফান ওয়া তাকরিমান ওয়া মাহাবাতান; ওয়াযিদ মান শাররাফাহু, ওয়া কাররামাহু মিম্মান হাজ্জাহু আওয়িতামারাহু তাশরিফান ওয়া তাকরিমান ওয়া তাজিমান ওয়া বিররা।

অর্থ : হে আল্লাহ! তুমি এ ঘরের মান-মর্যাদা ও সম্মান-মহিমা বৃদ্ধি করে দাও। যারা হজ করে, উমরা করে এবং এই ঘরকে তাজিম ও সম্মান করে তাদেরও ইজ্জত, সম্মান ও মর্যাদা ও সওয়াব বাড়িয়ে দাও।

হজরত হুজাইফা বিন উসাইদ আল-গিফারি (রা.) থেকে বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ (স.) যখন পবিত্র কাবাঘর দেখতে পেতেন তখন তিনি এই দেয়া করতেন। (তাবারানি: ৬১৩২)

আরও পড়ুন: হজে দোয়া কবুলের স্থান কয়টি

বিশেষ ফজিলত

অনেক বর্ণনায় উল্লেখ আছে যে, কাবাঘর প্রথমবার দেখার সময় দোয়া কবুল হয়। তাই আলেমরা এই সময় দোয়া করার প্রতি উৎসাহিত করেছেন।

করণীয়

যদি কেউ এই দোয়া না জানেন, তবে তিনি তিনবার ‘আল্লাহু আকবার’ এবং তিনবার ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ পড়ে, রাসুলুল্লাহ (স.)-এর উপর দরুদ পাঠ বা নিজের ইচ্ছামতো দোয়া করতে পারেন। এই সময় আল্লাহর কাছে ক্ষমা, রহমত ও বরকতের জন্য দোয়া করা উত্তম। অথবা হজরত ওমর (রা.) একটি দোয়া পড়তেন, সেটিও পড়তে পারেন। দোয়াটি হলো- আল্লাহুম্মা আন্তাস সালামু ওয়ামিনকাস সালামু ফাহাইয়িনা রাব্বানা বিসসালাম। অর্থ: হে আল্লাহ! আপনিই শান্তি (পবিত্র), আপনারই পক্ষ থেকে শান্তি। অতএব হে আমাদের প্রতিপালক, আমাদের শান্তির সঙ্গে জীবিত রাখুন। (সুনানে বায়হাকি: ৫/৭৩)

কাবাঘর দেখার সময় রাসূলুল্লাহ (স.) যেহেতু দোয়া করতেন, তাই মুসলিমদের জন্য এটি একটি সুন্দর আমল। এই দোয়াটি পড়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন এবং বরকতের আশা করা যায়।