images

ইসলাম

কাতারে শায়খ আহমাদুল্লাহ, কাটাচ্ছেন ব্যস্ত সময়

ধর্ম ডেস্ক

০৯ এপ্রিল ২০২৫, ০৭:৩০ পিএম

কাতার সফরে আছেন প্রখ্যাত ইসলামিক স্কলার ও সমাজসেবক শায়খ আহমাদুল্লাহ। সেখানে ওলামা সমাবেশে অংশ নেওয়াসহ ৫ দিন বিভিন্ন দ্বীনি মাহফিল ও সেমিনারে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) তিনি কাতার পৌঁছেছেন। হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে রিসিভ করেছেন মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের নেতারা। এসময় তারা তাকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেন।

shaikh_ahmadullah_2

আরও পড়ুন: ৫০ বছর ধরে ইসলামপন্থীদের প্রতি বৈষম্য, করণীয় জানালেন শায়খ আহমাদুল্লাহ

এদিকে কাতার পৌঁছেই ব্যস্ততা শুরু হয়ে গেছে শায়খ আহমাদুল্লাহর। এদিন মুশাইরিবের গানেম মসজিদে ওলামা সমাবেশে যোগ দেন তিনি। আজ বুধবার ওয়াকরাহের হামজাহ মসজিদে তার আলোচনা পেশ করার কথা রয়েছে।

shaikh_ahmadullah_3

আগামীকাল বৃহস্পতিবার সানাইয়্যাহ’র আলাতিয়্যাহ মসজিদ ও পরদিন জুমাবার ইসলামিক কালচারাল সেন্টারে (ফানার হল) দাওয়া সেমিনারে এবং ১২ এপ্রিল শনিবার আলখোরের নাসের বিন আব্দুল্লাহ আল মিসনাদ মসজিদের মাহফিলে তিনি অংশ নেবেন।

shaikh_ahmadullah_1

আরও পড়ুন: গাজা ইস্যুতে বিশ্ববাসীর লজ্জাজনক ভূমিকায় হতবাক হবে পরের প্রজন্ম

এই পাঁচ দিনের কর্মসূচিতে কাতার প্রবাসীদের উপস্থিত থাকতে এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমমন্ত্রন জানানো হয়েছে। দ্বীনের বিভিন্ন বিষয়ে যারা প্রশ্ন করবেন, তারা ইত্তেহাদ পেজের ম্যাসেজ বক্সে প্রশ্নটি পাঠিয়ে দেবেন। পাঠানো প্রশ্নগুলোর মধ্য থেকে বাছাইকৃত প্রশ্নগুলোর উত্তর দেবেন এই দাঈ।