images

ইসলাম

২০২৫ সালের রোজা কোন দেশে কত ঘণ্টা

ধর্ম ডেস্ক

২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪১ পিএম

বিশ্বের বিভিন্ন দেশে আগামীকাল শনিবার (১ মার্চ) থেকেই রোজা শুরু হবে। বাংলাদেশে পরদিন রোববারে রোজা শুরুর সম্ভাবনা বেশি। যদিও বিষয়টি চাঁদ দেখার ওপর নির্ভরশীল। ভৌগোলিক অবস্থানের কারণে বিভিন্ন দেশে সূর্যাস্ত ও সূর্যোদয়ের সময়ের পার্থক্য রয়েছে। ফলে কিছু দেশে দীর্ঘক্ষণ রোজা রাখতে হয়। আবার কিছু দেশে কম সময়ে দিন শেষ হয়।

বিষুবরেখার কাছের দেশগুলোতে অল্প সময় রোজা রাখতে হয়। অপরদিকে উত্তর এবং দক্ষিণ অক্ষাংশে ঋতুর উপর নির্ভর করে রমজানের সময় ১৭ থেকে ২০ ঘণ্টা পর্যন্ত অতিক্রম করতে পারে। সৌদি আরব এবং কাতারের মতো দেশগুলো এবার পবিত্র মাস রমজান মাসে প্রতিদিন ১৪ ঘণ্টা রোজা পালন করবেন। গ্রিনল্যান্ড এবং আলাস্কার মতো যেসব দেশে সূর্য কখনও অস্ত যায় না, এসব দেশের মুসলমানদের মক্কা ও সৌদি আরবের সময় অনুপাতে রোজা রাখার পরামর্শ দিয়ে থাকেন ইসলামিক স্কলাররা।  

আরও পড়ুন: ইফতার ও সেহেরির সময়সূচি ২০২৫

দীর্ঘ সময় রোজা রাখতে হবে যেসব দেশে
হেলসিঙ্কি, ফিনল্যান্ড (১৭ ঘণ্টা ৫ মিনিট); নুউক, গ্রিনল্যান্ড (১৭ ঘণ্টা); গ্লাসগো, স্কটল্যান্ড (১৬ ঘণ্টা ৫ মিনিট); অটোয়া, কানাডা (১৬ ঘণ্টা ৫ মিনিট); জুরিখ, সুইজারল্যান্ড (১৬ ঘণ্টা ৫ মিনিট); রোম, ইতালি (১৬ ঘণ্টা ৫ মিনিট); মাদ্রিদ, স্পেন (১৬ ঘণ্টা); লন্ডন, যুক্তরাজ্য (১৬ ঘণ্টা); প্যারিস, ফ্রান্স (১৫ ঘণ্টা ৫ মিনিট); রেকজাভিক, আইসল্যান্ড (১৫ ঘণ্টা)। 
 
কম সময় রোজা রাখতে হবে যেসব দেশে
ক্রাইস্টচার্চ, নিউজিল্যান্ড (১১ ঘণ্টা ৫ মিনিট); পুয়ের্তো মন্ট, চিলি (১১ ঘণ্টা ৫ মিনিট); করাচি, পাকিস্তান (১২ ঘণ্টা); বুয়েনস আইরেস, আর্জেন্টিনা (১২ ঘণ্টা); কেপ টাউন, দক্ষিণ আফ্রিকা (১২ ঘণ্টা ৫মিনিট); নয়া দিল্লি, ভারত (১২ ঘণ্টা ৫মিনিট); জাকার্তা, ইন্দোনেশিয়া (১২ ঘণ্টা ৫মিনিট); দুবাই, সংযুক্ত আরব আমিরাত (১৩ ঘণ্টা); নাইরোবি, কেনিয়া (১৩ ঘণ্টা)। সূত্র: ইসলামিক ইনফরমেশন

উল্লেখ্য, দেশের অভ্যন্তরেও অঞ্চলভেদে রোজার সময়ের তারতম্য হয়। কিছু অঞ্চলে রোজার সময় বেশি থাকে, আর কিছু অঞ্চলে কম। যেমন রাশিয়া বা চীনের মতো বড় দেশগুলোর অভ্যন্তরে এক প্রান্তের সময়ের ব্যবধান অন্য প্রান্তের চেয়ে অনেক কমবেশি হয়ে থাকে। বাংলাদেশেও জেলায় জেলায় এরকম সময়ের ব্যবধান রয়েছে; যদিও তা বেশি নয়।