বাংলাদেশে ২০২৫ সালের রমজান শুরু হবে আগামী ১ বা ২ মার্চ। ১৪৪৬ হিজরি শাবান মাসের চাঁদ দেখা সাপেক্ষে এই তারিখ ধরে সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন।
সেহরির শেষ সময় সতর্কতামূলকভাবে সুবহে সাদিকের ৩ মিনিট আগে ধরা হয়েছে এবং ফজরের ওয়াক্ত শুরুর সময় সুবহে সাদিকের ৩ মিনিট পরে রাখা হয়েছে।
বিজ্ঞাপন
ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ২ মার্চ প্রথম রমজানে ঢাকায় সেহরির শেষ সময় ভোররাত ৫টা ৪ মিনিটে ও ইফতারির সময় ৬টা ২ মিনিটে।
দেশের অন্যান্য অঞ্চলে ঢাকার সময়ের সঙ্গে দূরত্ব অনুযায়ী সর্বোচ্চ ৯ মিনিট যোগ বা বিয়োগ করে সেহরি ও ইফতার করবেন দেশের মানুষ।
ইসলামিক ফাউন্ডেশন বলছে, সতর্কতামূলকভাবে সেহরি শেষ হওয়ার ৬ মিনিট পর ফজরের আজান দিতে হবে। সূর্যাস্তের পর সতর্কতামূলকভাবে ৩ মিনিট বাড়িয়ে ইফতারের সময় নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: শাবান মাসে যেসব আমল বাড়িয়ে দিতেন নবীজি
দেশের অন্যান্য বিভাগ ও জেলার সেহরি ও ইফতারের সময়সূচি বিভাগীয় ও জেলা কার্যালয় থেকে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ফাউন্ডেশনের দ্বিনী দাওয়াত বিভাগের কর্মকর্তারা।
উল্লেখ্য, ১৪ ফেব্রুয়ারি দিবাগত রাতে ২০২৫ সালের পবিত্র শবে বরাত পালিত হবে। সম্ভাব্য শবে কদরের তারিখ ২৭ মার্চ দিবাগত রাত। আর ঈদুল ফিতর উদযাপিত হবে ৩১ মার্চ বা ১ এপ্রিল।