images

ইসলাম

সৌদিতে রমজান শুরু হতে পারে ১ মার্চ

ঢাকা মেইল ডেস্ক

০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪৩ এএম

চলছে ১৪৪৬ হিজরির শাবান মাস। ইতোমধ্যে শুরু হয়ে গেছে পবিত্র রমজানের কাউন্টডাউন। সৌদি আরবে আগামী ১ মার্চ থেকে রমজান মাস গণনা শুরু হতে পারে বলে জানিয়েছেন দেশটির জ্যোতির্বিদ্যা বোর্ডের সদস্য ও রয়্যাল কোর্টের উপদেষ্টা শেখ আব্দুল্লাহ বিন সুলেইমান আল-মানেয়া।

মিনিটমিররের খবরে বলা হয়, জ্যোতির্বিদ্যার হিসাব-নিকাশ অনুযায়ী, আগামী ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যেতে পারে। ওই দিন চাঁদ দেখা গেলে দেশটিতে ১ মার্চ শুরু হবে মহিমান্বিত মাস রমজান।

শেখ আব্দুল্লাহ বিন সুলেইমান আল-মানেয়া জানান, এ বছরের রমজান মাসটি ২৯ দিনের হতে পারে। সে হিসেবে রমজানের শেষ দিন হবে আগামী ২৯ মার্চ। আর ঈদুল ফিতর পালিত হতে পারে ৩০ মার্চ। তবে রমজানের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি ঘোষণা দেবে সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন

ইফতার ও সেহেরির সময়সূচি ২০২৫

রমজান শুরুর সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

রয়্যাল কোর্টের এই সদস্য বলেন, ১৪৪৬ হিজরি সনের রমজান মাসের চাঁদটির জন্ম হবে ২৮ ফেব্রুয়ারি শুক্রবার রাত ৩টা ৪৪ মিনিটে। ওইদিন সন্ধ্যায় সুর্যাস্তের ৩২ মিনিট পর্যন্ত চাঁদটি আকাশে অবস্থান করবে। যার অর্থ খুব সহজেই চাঁদটি খালি চোখে দেখা যাবে।

সাধারণত সৌদি আরবের এক দিন পর আমাদের দেশে রোজা ও ঈদ উদযাপিত হয়। সে হিসেবে বাংলাদেশে আগামী ২ মার্চ রোববার থেকে শুরু হতে পারে রমজান। তবে এটি পুরোপুরি নির্ভর করে চাঁদ দেখার ওপর।

জেবি