ধর্ম ডেস্ক
২১ জানুয়ারি ২০২৫, ০৪:১৫ পিএম
দূরত্ব কমাতে ও সম্প্রীতি অটুট রাখতে আবারও ঐক্য নিয়ে উৎসাহমূলক কথা বলেছেন জনপ্রিয় ইসলামি আলোচক ও দাঈ ড. মিজানুর রহমান আজহারী।
মঙ্গলবার (২১ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সৌজন্যবোধে তৈরি হোক ঐক্যের সেতুবন্ধন। কমে আসুক দূরত্ব। মজবুত হোক সম্প্রীতি।
আরও পড়ুন: মাইক ব্যবহার নিয়ে মাহফিল কর্তৃপক্ষকে যা বললেন আজহারী
বিভিন্ন মাহফিল ও সেমিনারে প্রায় সময় মুসলিম উম্মাহর ঐক্যের গুরুত্ব নিয়ে নসিহত করেন এই স্কলার। সম্প্রতি কক্সবাজারের পেকুয়ায় তাফসির মাহফিল থেকে তিনি জাতীয় ঐক্যেরও ডাক দিয়েছিলেন।
তিনি বলেছিলেন, দেশে শান্তিপূর্ণ বসবাসের জন্য জাতীয় ঐক্যের চাইতে মোক্ষম হাতিয়ার আর কিছুই নেই। এজন্য দেশের এমন সময়ে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
আরও পড়ুন: মাহফিলে ‘তুমি’ সম্বোধন করা নিয়ে যা বললেন আজহারী
ড. আজহারী বলেন, অনৈক্য হচ্ছে যত নষ্টের মূল কারণ। অনৈক্য দেশ ও জাতিকে ধ্বংস করে দেয়। গত ৫০টি বছর দেশে নৈরাজ্য চলেছে একমাত্র অনৈক্যের কারণে। দেশের মানুষ আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে জীবনযাপন করতে চাই। শান্তির জন্য দরকার ঐক্য। তাই সবাইকে জাতীয় ঐক্যে আসা জরুরি।