images

ইসলাম

জাহান্নামিদের সঙ্গে জান্নাতিদের যেসব কথা হবে

ধর্ম ডেস্ক

১৪ নভেম্বর ২০২৪, ০১:৪৯ পিএম

images

ঈমান ও নেক আমলের প্রতিদান হিসেবে পরকালে কেউ জান্নাত পাবেন, আবার কেউ কুফুরি, মানুষের পাশে না দাঁড়ানো, বেহুদা সময় নষ্ট করা, জুলুম/শিরকের কারণে জাহান্নামে যাবে। জাহান্নামে যাওয়ার পর অপরাধীরা তা স্বীকার করবে। 

জান্নাতিরা জানতে চাইবেন- مَا سَلَكَكُمۡ فِیۡ سَقَرَ ‘‘কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে গেছে?’ উত্তরে তারা বলবে-  لَمۡ نَكُ مِنَ الۡمُصَلِّیۡنَ ‘আমরা সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না।’ (সুরা মুদ্দাসসির: ৪৩)

জাহান্নামিরা আরও বলবে- وَ لَمۡ نَكُ نُطۡعِمُ الۡمِسۡكِیۡنَ ‘আর আমরা অভাবগ্রস্থকে খাদ্য দান করতাম না।’ (সুরা মুদ্দাসসির: ৪৪)

আরও পড়ুন: আপনার যেসব আমলের কারণে জাহান্নাম থেকে রক্ষা পাবেন

এরপর জাহান্নামিরা বলবে- وَ كُنَّا نَخُوۡضُ مَعَ الۡخَآئِضِیۡنَ ‘এবং আমরা অনর্থক আলাপকারীদের সাথে বেহুদা আলাপে মগ্ন থাকতাম।’ (সুরা মুদ্দাসসির: ৪৫)

এরপর বলবে- وَ كُنَّا نُكَذِّبُ بِیَوۡمِ الدِّیۡنِ ‘আর আমরা প্রতিদান দিবসকে অস্বীকার করতাম।’ (সুরা মুদ্দাসসির: ৪৬)

জান্নাতিরা জাহান্নামিদের বলবেন- اَنۡ قَدۡ وَجَدۡنَا مَا وَعَدَنَا رَبُّنَا حَقًّا ‘আমাদের প্রতিপালক আমাদের ঈমান ও সৎকার্যের ওপর যে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমরা তা সত্য পেয়েছি (জান্নাত পেয়েছি)।

এরপর জাহান্নামিদের জিজ্ঞেস করবেন- فَهَلۡ وَجَدۡتُّمۡ مَّا وَعَدَ رَبُّكُمۡ حَقًّا ‘তোমাদের প্রতিপালক তোমাদের (কুফরি ও অধর্মের উপর) যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা সত্য পেয়েছ কি? ওরা (জাহান্নামিরা) বলবে- نَعَمۡ ‘হ্যাঁ।’

আরও পড়ুন: জাহান্নামের আগুন দেখবে না ৩ শ্রেণির মানুষ

فَاَذَّنَ مُؤَذِّنٌۢ بَیۡنَهُمۡ اَنۡ لَّعۡنَۃُ اللّٰهِ عَلَی الظّٰلِمِیۡنَ ‘অতঃপর জনৈক ঘোষণাকারী তাদের নিকট ঘোষণা করবে, পাপিষ্ঠদের উপর আল্লাহর অভিসম্পাত। যারা আল্লাহর পথে বাধা সৃষ্টি করেছিল এবং তাতে বক্রতা (ও দোষ-ত্রুটি) অন্বেষণ করেছিল এবং তারাই ছিল পরকালে অবিশ্বাসী।’ (সুরা আরাফ: ৪৪)

জাহান্নামবাসীরা জান্নাতবাসীদেরকে সম্বােধন করে বলবে- اَنۡ اَفِیۡضُوۡا عَلَیۡنَا مِنَ الۡمَآءِ اَوۡ مِمَّا رَزَقَكُمُ اللّٰهُ ‘আমাদের উপর কিছু পানি ঢেলে দাও, অথবা আল্লাহ জীবিকারূপে তোমাদেরকে যা দান করেছেন, তা হতে আমাদেরকে কিছু দাও।’

উত্তরে জান্নাতিরা বলবেন- إِنَّ اللَّهَ حَرَّمَهُمَا عَلَى الْكَافِرِينَ ‘‘আল্লাহ এ দু’টিকে অবিশ্বাসীদের (কাফেরদের) জন্য হারাম (নিষিদ্ধ) করেছেন। যারা তাদের ধর্মকে ক্রীড়া-কৌতুকরূপে গ্রহণ করেছিল এবং পার্থিব জীবন যাদেরকে প্রতারিত করেছিল। (সুরা আরাফ: ৫০)