ধর্ম ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২১ পিএম
প্রিয়নবী (স.)-এর বিভিন্ন হাদিসে ফিতনার ব্যাপারে সতর্ক করা হয়েছে। অনেক রকম ফিতনার মধ্যে একটি হলো অঙ্গ-প্রত্যঙ্গের ফিতনা। যেকোনো ফিতনা থেকে বাঁচতে প্রথম কাজ হলো আল্লাহ ও তাঁর রাসুল (স.)-এর দেখানো পথে চলা। পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করা। চোখ-কান-চোখ-অন্তর ইত্যাদির ফিতনা থেকে আশ্রয় প্রার্থনার দোয়া শিখিয়েছেন নবীজি (স.)। নিচে এ সম্পর্কি দোয়াটি তুলে ধরা হলো।
অঙ্গ-প্রত্যঙ্গের ফিতনা থেকে বাঁচার দোয়া
اللهَّم إني أَعُوذُ بِكَ مِنْ شَرِّ سَمْعِي، وَشَرِّ بَصَرِي، وَشَرِّ لِسَانِي، وَشَرِّ قَلْبِي، وَشَرِّ مَنِيِّي ‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন শাররি সাময়ী, ওয়া শাররি বাসারী, ওয়া শাররি লিসানী, ওয়া শাররি ক্বলবী, ওয়া শাররি মানিয়্যী।’ অর্থ: ‘হে আল্লাহ, আমি আমার কান, চোখ, জিহ্বা, অন্তর এবং বীর্যের অনিষ্ট থেকে আপনার আশ্রয় প্রার্থনা করছি।’
আরও পড়ুন: কঠিন ফিতনার দিনে ঈমান রক্ষার আমল
শাকাল ইবনে হুমায়দ (রা.) বলেন, আমি রাসুলুল্লাহ (স.)-এর কাছে এসে বললাম, হে আল্লাহর রাসুল, আমাকে এমন এক আশ্রয় প্রার্থনার দোয়া শিক্ষা দিন, আমি যা দিয়ে আল্লাহর আশ্রয় প্রার্থনা করতে পারি। তখন তিনি আমার হাত ধরে দোয়াটি বললেন। বর্ণনাকারী বলেন, আমি তা মুখস্থ করে নিয়েছি। (নাসায়ি: ৫৪৪৪)
আল্লাহ তাআলা এই ফিতনার যুগে আমাদের উক্ত দোয়াটি নিয়মিত আমল করার তাওফিক দান করুন। আমিন।