images

ইসলাম

যে আমলে আল্লাহর সাহায্য অবধারিত

ধর্ম ডেস্ক

১৮ জুলাই ২০২৪, ০৪:৩৯ পিএম

আল্লাহ তাআলা একমাত্র সাহায্যকারী। তাঁরই সাহায্য ও করুণায় মানুষ বেঁচে আছে এবং খেয়ে পরে জীবন যাপন করতে পারছে। তিনি সাহায্য না করলে যেকোনো খারাপ পরিস্থিতি থেকে উদ্ধারের কারো কোনো সুযোগ নেই। নবীজির হাদিস অনুযায়ী কিছু বান্দাকে সাহায্য করা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। তারা কারা? 

তাদের পরিচয় দিয়ে রাসুলুল্লাহ (স.) বলেছেন- ثَلاَثَةٌ حَقٌّ عَلَى اللَّهِ عَوْنُهُمُ الْمُجَاهِدُ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُكَاتَبُ الَّذِي يُرِيدُ الأَدَاءَ وَالنَّاكِحُ الَّذِي يُرِيدُ الْعَفَافَ ‘তিন ব্যক্তি এমন যাদের সাহায্য করা আল্লাহ নিজের কর্তব্য বলে নির্ধারণ করে নিয়েছেন, ১. আল্লাহর পথে মুজাহিদ ২. যে মুকাতাব (আজাদি চুক্তিবদ্ধ গোলাম) মুক্তিপণ আদায়ের ইচ্ছা রাখে, ৩. বিয়ে করতে ইচ্ছুক যে পবিত্রতা রক্ষা করতে চায়। (তিরমিজি: ১৬৬১)

আরও পড়ুন: যে দোয়া পড়লে আল্লাহ সবসময় রহমত করেন

উল্লেখিত হাদিস অনুযায়ী, প্রিয়নবী (স.) তিন ধরণের আমলে বান্দাকে সাহায্য করা নিজের কর্তব্য করে নিয়েছেন। 

> যারা আল্লাহর বিধানগুলোকে পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য বাতিলের সঙ্গে প্রাণন্তকর প্রচেষ্টায় নিজেকে নিয়োজিত করেন।

> যে ব্যক্তি রক্তমূল্য আদায় করে মুক্তি পেতে চায়।

> চারিত্রিক পবিত্রতা রক্ষায় যে ব্যক্তি আল্লাহর বিধান অনুযায়ী বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চায়।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে তাঁর সাহায্য ও রহমত লাভের জন্য কোরআন-সুন্নাহর সকল নির্দেশনা মেনে পবিত্র জীবনযাপনের তাওফিক দান করুন। আমিন।