images

ইসলাম

অসুস্থ ব্যক্তি ফরজ গোসল করতে না পারলে অজু করলে পবিত্র হবে?

ধর্ম ডেস্ক

০৪ জুন ২০২৪, ০৩:৫৮ পিএম

নামাজ, কোরআন তেলাওয়াত ইত্যাদি ইবাদতের জন্য ইসলাম পবিত্রতা অর্জনের শর্ত দিয়েছে। পবিত্রতা অর্জন সাধারণত অজু, গোসলের মাধ্যমে হয়ে থাকে। কিন্তু কখনো যদি এমন পরিস্থিতির সৃষ্টি হয়, কোনো স্থানে পবিত্রতা অর্জনের জন্য পর্যাপ্ত পানি পাওয়া না যায় কিংবা পানি ব্যবহার ব্যক্তির জন্য ক্ষতিকর, এমন পরিস্থিতিতে ইসলাম তায়াম্মুমের বিধান দিয়েছে।

এ বিষয়ে মহান আল্লাহ ইরশাদ করেন, ‘আর যদি তোমরা অসুস্থ হয়ে থাকো কিংবা সফরে থাকো অথবা তোমাদের মধ্য থেকে কেউ যদি প্রস্রাব-পায়খানা থেকে এসে থাকে, কিংবা নারীগমন করে থাকো, কিন্তু পরে যদি পানিপ্রাপ্তির সম্ভাবনা না পাও, তবে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করে নাও। মুখমণ্ডল ও হাত মাসেহ করে নাও। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল।’ (সুরা নিসা: ৪৩)

আরও পড়ুন: ফরজ গোসলের পর নামাজের জন্য অজু করতে হবে কি?

সুতরাং গোসল ফরজ হয়েছে—এমন ব্যক্তি অসুস্থতার কারণে গোসল করতে অক্ষম হলে (যেমন গোসলে অসুস্থতা বৃদ্ধি পাওয়া বা নতুন করে অসুস্থতা তৈরির আশংকা থাকলে) তখন অজু নয়, বরং তায়াম্মুম করেই নামাজ পড়বে। এক্ষেত্রে শুধু অজু করার দ্বারা তার পবিত্রতা অর্জন হবে না। তাই তায়াম্মুমের পরিবর্তে অজু করে নামাজ পড়লে সহিহ হবে না।

আবার অনেকের ধারণা- অজু করতে সক্ষম ব্যক্তির জন্য উল্লেখিত অবস্থায় তায়াম্মুমের সঙ্গে অজুও করতে হবে। এটিও সঠিক বক্তব্য নয়। ইসলামে তায়াম্মুমের সঙ্গে অজুর বিধান নেই। বরং গোসল করতে অপারগ ব্যক্তির পবিত্রতা অর্জনের জন্য শুধু তায়াম্মুমই যথেষ্ট। অবশ্য তায়াম্মুমের পর অজু ভঙ্গের কারণ পাওয়া গেলে তখন অজু করা জরুরি। কেননা সে অজু করতে সক্ষম। (খুলাসাতুল ফতোয়া: ১/৩৩, ৩৮; রদ্দুল মুহতার: ১/২৫৫; ফতোয়ায়ে হিন্দিয়া: ১/৩০; আলমুহিতুল বুরহানি: ১/৩৩০; আলবাহরুর রায়েক: ১/১৫২; ফতোয়ায়ে তাতারখানিয়া: ১/৩৯৪)