ধর্ম ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৩ পিএম
ঈমান আনার পর একজন মুসলিমের জন্য নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদতের দাবি হচ্ছে, তা নিখুঁত ও শুদ্ধ হওয়া। কিন্তু ভুল হওয়া মানুষের জন্য স্বাভাবিক। আর সাহু সেজদা দিতে হয় ওয়াজিব ছুটে গেলে। অর্থাৎ নামাজে ভুলক্রমে ওয়াজিব কাজ ছুটে গেলে সাহু সেজদা দেয়ার মাধ্যমে নামাজ শুদ্ধ করা ওয়াজিব। (বুখারি: ৩৮৬, আবু দাউদ: ৮৭৪)
একজন জানতে চাইলেন- ছানা পড়তে ভুলে গেলে কি সাহু সেজদা করতে হয়?
আরও পড়ুন: নামাজে সন্দেহ হলেই কি সাহু সেজদা?
এর উত্তর হলো- না। নামাজে ছানা পড়তে ভুলে গেলে সাহু সেজদা ওয়াজিব হয় না। কারণ নামাজে ছানা পড়া সুন্নত। আর সুন্নত ছুটে গেলে সাহু সেজদা ওয়াজিব হয় না। তবে সুন্নত যেন না ছুটে সেদিকে খেয়াল রাখতে হবে।
(কিতাবুল আছল: ১/১৯৪; খুলাসাতুল ফতোয়া: ১/১৭৮; হিন্দিয়া: ১/১২৬; শরহুল মুনয়া পৃ. ৪৫৫; আদ্দুররুল মুখতার: ১/৪৭৩)