images

ইসলাম

রাতে মাহফিলে মাইকের ব্যবহার নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

ধর্ম ডেস্ক

২০ ফেব্রুয়ারি ২০২৪, ০১:১৩ পিএম

রাতে মাইকের ভলিউম নিয়ন্ত্রণে রেখে ইসলামি নির্দেশনা মেনে ওয়াজ-মাহফিল করতে আয়োজক-আলোচকদের আহ্বান করেছেন বিশিষ্ট দাঈ শায়খ আহমাদুল্লাহ। তিনি বলেন, ওয়াজ-নসিহার মতো একটি ইবাদত যেন অন্যের কষ্টের কারণ না হয়, এ বিষয়টি আমাদের গুরুত্ব দিয়ে ভাবা উচিত। 

সোমবার (১৯ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি আরও বলেন, এসএসসি, দাখিল ও বেফাক পরীক্ষার্থীদের কথা বিবেচনায় রেখে মাহফিলের মাইক নিয়ন্ত্রণ করুন। সম্ভব হলে মাইক প্যান্ডেলের মধ্যে সীমিত রাখুন অথবা বাহিরের মাইকের ভলিউম কমিয়ে রাখুন। কোনো অবস্থাতেই  দূর-দূরান্ত পর্যন্ত মাইক লাগিয়ে গভীর রাত পর্যন্ত মাহফিল করবেন না। 

আরও পড়ুন: শায়খ আহমাদুল্লাহর নতুন বই ‘তারাবীহর সালাতে কুরআনের বার্তা’

শায়খ আহমাদুল্লাহ মাহফিল আয়োজকদের সতর্ক করে বলেন, আমাদের অসচেতনতা যেন ইসলামের ব্যাপারে মানুষকে বীতশ্রদ্ধ করে না তোলে। মুসলিম জীবনে ওয়াজ ও নসিহার গুরুত্ব অপরিসীম। তবে সবকিছুই হওয়া উচিত ইসলামের নির্দেশনা মেনে। 

আরও পড়ুন: রমজানের আগের সময়টাকে মূল্যায়ন করতে শায়খ আহমাদুল্লাহর নাসিহা

পাশাপাশি বিয়ে-বিনোদন, রাজনৈতিক প্রচারণা, গাড়ির অযাচিত হর্নসহ যেকোনো শব্দদূষণের ব্যাপারে সবার সচেতনতা প্রত্যাশা করেন প্রখ্যাত স্কলার।