images

ইসলাম

মুকিম ইমামের পেছনে মুসাফির মাসবুক হলে করণীয়

ধর্ম ডেস্ক

২৪ ডিসেম্বর ২০২৩, ০২:৩৯ পিএম

ইসলামে মুকিম ও মুসাফিরের নামাজের বিধান আলাদা। মুসাফির চার রাকাতবিশিষ্ট ফরজ নামাজগুলো কসর করবেন তথা চার রাকাতের পরিবর্তে দুই রাকাত পড়বেন। কিন্তু মুসাফির যদি মুকিম ইমামের পেছনে নামাজে শরিক হন এবং কয়েক রাকাত ছুটে যায় কিংবা যদি শুধু এক রাকাতই পায় তাহলে মুসাফির বাকি নামাজ কয় রাকাত পড়বেন?

এর উত্তরে ফুকাহায়ে কেরাম বলেন, মুসাফির ব্যক্তি মুকিম ইমামের পেছনে ইক্তেদা করলে চার রাকাত পড়া জরুরি হয়ে যায়। তাই মুকিম ইমামের পেছনে মাসবুক হলেও তাকে চার রাকাতই পড়তে হবে। 

আরও পড়ুন: সফরে নামাজ পড়ার বিধান

আবু মিজলাজ (রহ) বলেন, ‘আমি আবদুল্লাহ ইবনে ওমর (রা.)-কে জিজ্ঞাসা করলাম, মুসাফির অবস্থায় যদি আমি মুকিমের পেছনে এক রাকাত পাই তাহলে করণীয় কী? জবাবে তিনি বললেন, মুকিমের মতো (পুরা) নামাজ পড়বে।

উল্লেখ্য, মাসবুক ওই ব্যক্তিকে বলা হয়, ইমামের পেছনে যার এক বা একাধিক রাকাত ছুটে গেছে। 

(মুসান্নাফে আবদুর রাজজাক: ৪৩৮১; মুসান্নাফে ইবনে আবি শাইবা: ৩৮৭৫; কিতাবুল আছল: ১/২৫৬; বাদায়েউস সানায়ে: ১/২৭৬)